অনলাইন কোলফিল্ড টাইমস, কলকাতা: মধ্যরাতে আরজি কর হাসপাতালে চলল অবাধ ভাঙচুর। পুলিশকে লক্ষ্য করে এগিয়ে গেল বহিরাগতরা। কার্যত দৌড়ে পালিয়ে প্রাণে বাঁচল পুলিশ। প্রশ্ন উঠছে, প্রতিবাদের রাতে কারা এভাবে হামলা চালাল?
প্রাক স্বাধীনতার রাতে আরজি কর হাসপাতালের মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের প্রতিবাদে ‘রাত দখলের’ কর্মসূচি চলছিল রাজ্য জুড়ে। এরই মধ্যেই তুলকালাম পরিস্থিতি আরজি কর হাসপাতালে। হাসপাতালের জরুরি বিভাগের গেট ভেঙে ভিতরে প্রবেশের চেষ্টা করার অভিযোগ উঠেছে। ৩০ থেকে ৪০ জনের যুবকের একটি দল এই ভাঙচুর চালায় বলে জানা গেছে।
বহিরাগতদের তাণ্ডব এতটাই মারাত্মক আকার ধারণ করে যে, পুলিশকর্মী, নার্সদের প্রাণভয়ে পালিয়ে গিয়ে একটি ঘরে আশ্রয় নিতে দেখা যায়। ভাঙচুর করা হয় সংবাদমাধ্যমের ক্যামেরা। ছবি তুলতেও বারণ করা হয়। এর কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলের পরিস্থিতি নিয়ন্ত্রণে নামে র্যাফ। কিন্তু কারা ভাঙচুর চালাল, তা স্পষ্ট নয়।

স্থানীয় সূত্রে খবর, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে কয়েক জন পুলিশকর্মীও জখম হয়েছেন। অভিযোগ, হাসপাতাল চত্বরে ঢুকে তাণ্ডব চালায় একদল বহিরাগত। বেধড়ক মারধর করা হয় কর্মবিরতিতে অংশ নেওয়া চিকিৎসকদের। তাদের মারমুখী মেজাজের সামনে ভয় পেতে দেখা গিয়েছে পুলিশকেও।




Be First to Comment