আলিমুদ্দিনে তাপস রায়। ছবি: রাজীব বসু
অনলাইন কোলফিল্ড টাইমস, কলকাতা: সোমবার ভরদুপুরে আচমকা আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএমের সদর দফতরে পৌঁছে গেলেন তাপস রায়। প্রাক্তন তৃণমূল বিধায়ক তাপস এ বারের লোকসভা ভোটে উত্তর কলকাতার বিজেপি প্রার্থী। এ দিন বিমান বসুর সঙ্গে তাঁর এই সাক্ষাৎ নিয়ে শুরু রাজনৈতিক জল্পনা।
এ দিন গাড়ি থেকে নেমে তাপস রায় সটান ঢুকে যান মজফ্ফর আহমেদ ভবনে। দেখা করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর সঙ্গে। ঘটনায় প্রকাশ, মিনিট দশেক বিমান বসুর সঙ্গে কথা বলেন তাপস। বিমানবাবুর কাছে আর্শীবাদ প্রার্থনা করেন তিনি। তাঁকে আর্শীবাদ করেন বর্ষীয়ান বামনেতা বিমান বসু। তাঁর সুস্থতা কামনা করেন। তবে তিনি স্পষ্টভাষায় জানিয়েছেন, ওই আসনে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী রয়েছে।

তাপসের এ দিনের সাক্ষাৎ নিয়ে বিমান বসু বলেন, “আমার কাছে এসেছিলেন। আমি আর্শীবাদ করেছি। পাশাপাশি জানিয়েছি, আমাদের প্রার্থী রয়েছে। বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীর হয়ে আমরা লড়াই করছি।”
অন্য় দিকে, সাক্ষাৎ সেরে বেরিয়ে আসার পর তাপস রায় বলেন, “বিমান বসু এই কেন্দ্রের একজন ভোটার। সুতরাং ভোটারের কাছে প্রার্থী আসবে সেটাই স্বাভাবিক। তাছাড়া একজন বর্ষীয়ান রাজনীতিবিদ। নিষ্ঠাবান মানুষ বলেই এদিন আর্শীবাদ নিতে এসেছি।”
প্রসঙ্গত, একদা কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে আসা তাপস রায় লড়াই করেছিলেন সিপিএমের বিরুদ্ধে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সিপিএম বিরোধী কথাও বলেছিলেন। সেখানে আজ সোমবার সিপিএমের সদর দফতরে গিয়ে আশীর্বাদ নেওয়ার ঘটনায় নিছক চমক ছাড়া আর কিছুই দেখছে না রাজনৈতিক মহলের একাংশ।




Be First to Comment