অনলাইন কোলফিল্ড টাইমস, কলকাতা: শেষমেশ দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে প্রার্থী ঘোষণা করল বিজেপি। রাজ্যের ৪২টি লোকসভা আসনের মধ্যে এই একটি কেন্দ্রেই প্রার্থী ঘোষণা বাকি রেখেছিল গেরুয়া শিবির। মঙ্গলবার প্রার্থীর নাম ঘোষণা হতেই নতুন উদ্যম দেখা গেল বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে।
ডায়মন্ড হারবারে তৃণমূলের হয়ে লড়ছেন বিদায়ী সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে অভিজিৎ দাস (ববি)-কে প্রার্থী করেছে বিজেপি। তিনি বর্তমানে রাজ্য বিজেপির ইলেকশন ম্যানেজমেন্টের কো-কনভেনার হিসাবে কাজ করছেন। এক সময় বিজেপির ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার সভাপতি হিসাবে কাজ করেছেন তিনি।
রাজনৈতিক মহলের মতে, দুবারের সাংসদের বিরুদ্ধে লড়াই জোরদার করতে স্থানীয় নেতৃত্বেই ভরসা রেখেছে গেরুয়া শিবির। মঙ্গলবার দিল্লি থেকে প্রকাশিত বিজেপির আরেক দফা প্রার্থী তালিকায় নাম রয়েছে অভিজিতের।

বিজেপির দাবি, অভিজিৎ ডায়মন্ড হারবারকে হাতের তালুর মত চেনেন। ফলে তাঁর পক্ষে এই কেন্দ্রে লড়াই দেওয়া যথেষ্টই সহজ বলে মনে করছে দল। সূত্রের খবর, তাঁর নাম প্রস্তাব করেছিলেন স্বয়ং রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাতেই সিলমোহর দিল দিল্লির শীর্ষ নেতৃত্ব।
উল্লেখ্য, ২০১৪ সালেও অভিষেকের বিরুদ্ধে লড়েছিলেন ববি। তবে জয় থেকে সে বছর ছিলেন অনেক দূরে। অভিষেক যেখানে ৫ লক্ষের বেশি ভোট পেয়ে জয়ী হয়েছিলেন, ববি সেখানে পেয়েছিলেন দু’লক্ষের সামান্য বেশি ভোট। ২০১৯ সালে তাঁকে আর টিকিট দেয়নি বিজেপি।




Be First to Comment