অনলাইন কোলফিল্ড টাইমস: আগামী ১৩ নভেম্বর পশ্চিমবঙ্গের ছ’টি বিধানসভা আসনে উপনির্বাচন। যার জন্য প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে নির্বাচন কমিশন থেকে রাজনৈতিক দলগুলোতে। নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ ঘোষণা করার পর এবার বিজেপি তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে।
বিজেপির ঘোষিত তালিকা অনুযায়ী, সিতাই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন দীপক কুমার রায়। মাদারিহাটে রাহুল লোহারকে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। নৈহাটি কেন্দ্রে বিজেপির প্রতীক নিয়ে লড়াই করবেন রূপক মিত্র। হাড়োয়া কেন্দ্রে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে বিমল দাসকে। মেদিনীপুরে শুভজিৎ রায় লড়াই করবেন বিজেপির পক্ষে, এবং তালডাংরা কেন্দ্রে বিজেপির প্রার্থী হিসেবে লড়বেন অনন্যা রায় চক্রবর্তী।
উল্লেখ্য, এই ছ’টি বিধানসভা আসনের মধ্যে পাঁচটি ছিল তৃণমূল কংগ্রেসের দখলে, আর একমাত্র মাদারিহাট ছিল বিজেপির। এই উপনির্বাচনের ফলাফলে কোন দল কতগুলি আসন ধরে রাখতে পারে, তা নিয়ে রাজনীতিতে কৌতুহল রয়েছে।
নৈহাটির প্রাক্তন বিধায়ক পার্থ ভৌমিক বর্তমানে সাংসদ হওয়ায় বিধায়ক পদ ফাঁকা রয়েছে। হাড়োয়ার প্রাক্তন বিধায়ক হাজি নুরুলের প্রয়াণের পর সেই আসন খালি রয়েছে। সিতাইয়ের প্রাক্তন বিধায়ক জগদীশ বসুনিয়া বর্তমানে কোচবিহারের সাংসদ। তালডাংরার প্রাক্তন বিধায়ক অরূপ চক্রবর্তী বাঁকুড়ার সাংসদ হওয়ায় সেই আসন ফাঁকা। মেদিনীপুরের প্রাক্তন বিধায়ক জুন মালিয়া সাংসদ হওয়ার পর সেখানেও উপনির্বাচন হচ্ছে। মাদারিহাটের প্রাক্তন বিধায়ক মনোজ টিগ্গা বর্তমানে আলিপুরদুয়ারের সাংসদ।
Be First to Comment