Press "Enter" to skip to content

পশ্চিমবঙ্গে তৃণমূলের চেয়ে এগিয়ে বিজেপি, ভবিষ্যদ্বাণী বুথফেরত সমীক্ষায়

অনলাইন কোলফিল্ড টাইমস, কলকাতা: ২০১৯ সালের লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে চমকপ্রদ ফল করেছিল বিজেপি। সেবার রাজ্যের ৪২টি আসনের মধ্যে ১৮টি জিতেছিল গেরুয়া শিবির। এ বার আরও ভালো করতে প্রস্তুত তারা, এমনটাই পূর্বাভাস বুথফেরত সমীক্ষার। রাজনৈতিক মহলের মতে, যা রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের জন্য আরও বড় ধাক্কা !

অন্তত চারটি বুথফেরত সমীক্ষা বলেছে যে বিজেপি এখন লোকসভা আসনের পরিপ্রেক্ষিতে বাংলার একক বৃহত্তম দল হতে পারে। গতবার ২২টি আসনে জিতেছিল তৃণমূল। এ বার সেই আসন সংখ্যা অনেকটাই কমে যেতে পারে। তবে, বুথফেরত সমীক্ষা নির্ভুল নাও হতে পারে। ভোটের ফলাফলের সঙ্গে বুথফেরত সমীক্ষা অনেক বারই ভুল প্রমাণিত হয়েছে।

ইন্ডিয়া নিউজ-ডি-ডাইনামিকসের বুথফেরত সমীক্ষায় বিজেপিকে ২১টি এবং তৃণমূলকে ১৯টি আসন দেওয়া হয়েছে। রিপাবলিক ভারত-ম্যাট্রিজ বিজেপিকে ২১ থেকে ২৫টি আসন এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে ১৬ থেকে ২০টি আসন দিয়েছে।

‘আর বাংলা’র একটি সমীক্ষা বিজেপিকে ২২টি এবং তৃণমূলকে ১৮টি আসন দিয়েছে। যেখানে এবিপি-সি ভোটার সমীক্ষায় তৃণমূলকে ১৩ থেকে ১৭, বিজেপি ২৩ থেকে ২৭ এবং বাম-কংগ্রেস জোটকে ১-৩টি আসন দেওয়া হয়েছে।

More from রাজ্যMore posts in রাজ্য »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *