Press "Enter" to skip to content

বেঙ্গালুরু ক্যাফে বিস্ফোরণকাণ্ডে নয়া মোড়! কাঁথি থেকে এনআইএ-র জালে দুই অভিযুক্ত

অনলাইন কোলফিল্ড টাইমল, কলকাতা: বেঙ্গালুরু ক্যাফে বিস্ফোরণকাণ্ডের দুই সন্দেহভাজনকে গ্রেফতার করল এনআইএ। পশ্চিমবঙ্গ থেকে তাদের গ্রেফতার করল জাতীয় তদন্তকারী সংস্থা।

মার্চ মাসের ১ তারিখ বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে আইইডি বিস্ফোরণ হয়েছিল। গত ২৯ মার্চ সন্ত্রাসবিরোধী সংস্থা দুই অভিযুক্তের ছবি এবং তথ্য প্রকাশ করে। এমনকী, দুই অভিযুক্তের বিষয়ে খবর দিলে প্রত্যেক অভিযুক্তের মাথা পিছু ১০ লক্ষ টাকা করে পুরস্কার ঘোষণা করা হয়।

জানা গিয়েছে, কলকাতার উপকণ্ঠেই লুকিয়ে ছিল বেঙ্গালুরু ক্যাফে বিস্ফোরণ কাণ্ডে দুই অভিযুক্ত। অভিযুক্ত আব্দুল মাথিন ত্বহা ও মুসাভির হুসেন সাজিব পরিচয় গোপন করে থাকছিল। বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে আইইডি বিস্ফোরণে জড়িত দুই অভিযুক্তকে শুক্রবার গ্রেফতার করল এনআইএ। কাঁথি থেকে এনআইএ-র জালে ওই দুই অভিযুক্ত। 

সংবাদসংস্থা এএনআই সূ্ত্রে খবর,ঘটনায় জড়িত মূল অভিযুক্ত মুজাম্মিল শরিফকে ঘটনার ২৭ দিন পর পুলিশ গ্রেফতার করলেও, আরও দুই অভিযুক্তের সন্ধান পাওয়া যাচ্ছিল না। এনআইএ তাঁদের খোঁজ পেতে আর্থিক পুরস্কারের কথাও ঘোষণা করেছিল। জানা যায়, বিস্ফোরণের ঘটনার পরে দুই সন্দেহভাজন পশ্চিমবঙ্গে চলে আসে। সেখানেই লুকিয়ে ছিল তারা। পশ্চিমবঙ্গ, তেলঙ্গনা, কর্নাটক ও কেরল পুলিশের যৌথ অভিযান করে অভিযুক্ত দু’জনকে গ্রেফতার করে এনআইএ।

লোকসভা ভোটের আবহে এই ঘটনা নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা। এই গ্রেফতারি নিয়ে তৃণমূলের তরফে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করা হয়েছে। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ এক্স হ্যান্ডেলে দাবি করেছেন সেকথা।

অন্য দিকে, বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যের দাবি, “দেশের বিভিন্ন প্রান্তে জঙ্গিমূলক কার্যকলাপ করে বাংলায় এসে আত্মগোপন করে সন্ত্রাসবাদীরা। মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সরকার জেহাদিদের সহযোগিতা করে।”

More from রাজ্যMore posts in রাজ্য »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *