অনলাইন কোলফিল্ড টাইমস, কলকাতা: তাপপ্রবাহ এখনই পিছু ছাড়ছে না! আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু’দিনে তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। আর্দ্রতাজনিত অস্বস্তিও দোসর হয়েছে এই গরমের। অস্বস্তিকর আবহাওয়া থেকে এখনই রেহাই মিলবে না।
হাওয়া অফিসের মতে, আপাতত তাপপ্রবাহের মতো পরিস্থিতি চলতে থাকবে দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে। একাধিক জেলায় তাপপ্রবাহ চলবে আগামী দু’দিন ধরে। সেখানে তাপমাত্রা অনেকটাই বেশি থাকবে। প্রায় ৪০-এর দোরগোড়ায় এসে গিয়েছে শহর কলকাতার তাপমাত্রা।
রবিবারের পর তাপমাত্রা একটু কমতে পারে। রবিবার থেকে আবহাওয়ার আমূল পরিবর্তন হবে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় ও বৃষ্টির সম্ভাবনা। কালবৈশাখী হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়।

রবিবার বৃষ্টি ও দমকা হাওয়া পেতে চলেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায়। হাওয়ার গতিবেগ কোনও কোনও জেলায় ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত হবে। সেই দিন অর্থাৎ রবিবার কয়েক মিনিটের ক্ষণস্থায়ী ঝড়ও হতে পারে কিছু জেলায়। বিশেষ করে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায় এই ক্ষণিকের ঝড় হতে পারে। সোমবারও প্রায় সব জেলায় বৃষ্টির পূর্বাভাস। সেদিনও তাপপ্রবাহের কোনো সতর্কতা থাকছে না।
ও দিকে, শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।




Be First to Comment