অনলাইন কোলফিল্ড টাইমস: আগামী ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর বাঁকুড়া জেলার ঐতিহাসিক বিষ্ণুপুর শহরে অনুষ্ঠিত হতে চলেছে বেঙ্গল হোমিওপ্যাথি কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের ১৩তম রাজ্য সম্মেলন ও মেগা ট্রেড ফেয়ার। এবারের সম্মেলনটি রাজ্যের হোমিওপ্যাথি কেমিস্ট ও ড্রাগিস্টদের জন্য একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হতে চলেছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।
রাজ্য কমিটির অন্যতম সদস্য সুকান্ত মিত্র জানান, “এবারের সম্মেলনে আমাদের প্রায় সব সদস্য উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। সেই লক্ষ্যেই প্রস্তুতি চলছে সারা বিষ্ণুপুর জুড়ে। বিভিন্ন সংস্থা তাদের নিজস্ব স্টল নিয়ে উপস্থিত থাকবে ট্রেড ফেয়ারে। যা হোমিওপ্যাথি সংশ্লিষ্ট ওষুধ, সরঞ্জাম ও অন্যান্য সামগ্রীর প্রদর্শন ও বিক্রির জন্য মেলাকে আকর্ষণীয় করে তুলবে।”
সম্মেলনের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে তিনি আরও বলেন, “আমাদের সংগঠনকে একটি সুনির্দিষ্ট নীতির মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে আমরা একত্রিত হচ্ছি। হোমিওপ্যাথির ক্ষেত্রে কিছু দীর্ঘদিনের সমস্যার সমাধান খুঁজে পেতে হবে এবং উন্নততর পরিষেবা কীভাবে সাধারণের কাছে পৌঁছে দেওয়া যায়, সেটাও আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। সম্মেলনটি এই দিকগুলো নিয়ে আলোচনার জন্য একটি চমৎকার সুযোগ হয়ে উঠবে।”
এই সম্মেলন হোমিওপ্যাথি কেমিস্ট ও ড্রাগিস্টদের মধ্যে পেশাদারি সম্পর্কের উন্নতি, দক্ষতা বৃদ্ধির পাশাপাশি ভবিষ্যতের কার্যকরী দিশা দেখাবে বলে আশা করা হচ্ছে।
Be First to Comment