অনলাইন কোলফিল্ড টাইমস, কলকাতা: বুধবার রাতে আরজি কর মেডিক্যাল কলেজে হামলার ঘটনায় সব মিলিয়ে ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ধৃতদের জেরা করছে কলকাতা পুলিশ।
ঘটনার সময় পাওয়া বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল পুলিশ। সেই ছবিতে হামলায় অভিযুক্তদের দাগ দিয়ে চিহ্নিত করা হয়। তাঁদের সন্ধান দিতে বলে পুলিশ। পোস্টে পুলিশের তরফে লেখা হয়েছে, “নীচের ছবিতে যাদের চেহারা চিহ্নিত করা হয়েছে তাদের সন্ধান জানা থাকলে অনুরোধ, জানান আমাদের, সরাসরি বা আপনার সংশ্লিষ্ট থানার মাধ্যমে”।সেই সূত্রেই বেশ কয়েক জনকে আটক করা হয় ।
শুক্রবার সকালে এক্স (আগের টুইটার) হ্যান্ডলে একটি পোস্ট করে কলকাতা পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত মোট ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের জেরা করে ভাঙচুরের নেপথ্যে মূল মাথা কে, তা জানার চেষ্টা চলছে। পুলিশ সূত্রে খবর, যাঁদের আটক করা হয়েছিল, তাঁদের জিজ্ঞাসাবাদ করেন খোদ কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল।

পুলিশ জানিয়েছে, এই হামলা নিয়ে তিনটি মামলা দায়ের করেছে কলকাতা পুলিশ। ভাঙচুর, সরকারি সম্পত্তি নষ্ট, অস্ত্র আইনে মামলা করেছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের করা হয়নি।
প্রসঙ্গত, বুধবার মধ্যরাতে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে ‘মেয়েদের রাত দখল’ শীর্ষক কর্মসূচি চলছিল। সেই সময়েই আরজি কর হাসপাতালের জরুরি বিভাগের গেট ভেঙে ভিতরে ঢুকে তাণ্ডব চালান একদল ব্যক্তি। এই ঘটনায় রাজনীতির রঙ না দেখেই ব্যবস্থা নেওয়ার বার্তা দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।




Be First to Comment