অনলাইন কোলফিল্ড টাইমস, কলকাতা: দীর্ঘ দেড় বছর পর রাজ্যে ফিরে এলেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। গরু পাচার মামলায় দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত থেকে জামিন পাওয়ার পর, সোমবার রাতে তিহাড় জেল থেকে মুক্তি পান তিনি।
জামিন পাওয়ার পর রাতেই দিল্লি থেকে কলকাতার উদ্দেশ্যে বিমানে রওনা দেন অনুব্রত। সাড়ে ৪টার কিছু আগে তাঁদের বিমান কলকাতা বিমানবন্দরে অবতরণ করে।অনুব্রত মণ্ডলের সঙ্গে ছিলেন তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলও, যিনি একই মামলায় তিহাড় জেলে ছিলেন। সুকন্যা সম্প্রতি জামিন পেয়েছেন, কিন্তু এতদিন দিল্লিতেই ছিলেন। অবশেষে সোমবার রাতে বাবা-মেয়ে একসঙ্গে রাজ্যে ফিরলেন।
বিমানবন্দর থেকে বেরিয়ে গাড়িতে ওঠেন তাঁরা। পিছনের সিটে প্রথমে উঠে পড়েন সুকন্যা, তারপর তাঁর পাশে জায়গা নেন অনুব্রত মণ্ডল।

জামিনের পর এই প্রথমবার তাঁকে রাজ্যে দেখা গেল। জেল থেকে বেরোনোর পর তাঁর ছবি প্রকাশ্যে এসেছিল, যেখানে বিভিন্ন হলুদ এবং ছাই রঙের টি-শার্টে তাঁকে দেখা গেছে। তবে রাজ্যে ফেরার সময় তাঁকে দেখা যায় সাদা পায়জামা ও পাঞ্জাবীতে, যা তাঁর স্বাভাবিক পরিচ্ছদ।
গত শুক্রবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে জামিন মঞ্জুর করে। তবে আইনি প্রক্রিয়া এবং কাগজপত্র জমা দেওয়ার জটিলতার কারণে সেই সময় তাঁর মুক্তি সম্ভব হয়নি। শেষমেশ, সোমবার রাতে অনুব্রতকে তিহাড় জেল থেকে মুক্তি দেওয়া হয়।




Be First to Comment