Press "Enter" to skip to content

‘আল্লাহ আছে, বিচার একদিন হবে’, শেষ পর্যন্ত মুখ খুললেন শাহজাহান শেখ

শাহজাহান শেখ। সংগৃহীত ছবি

অনলাইন কোলফিল্ড টাইমস, কলকাতা: শুক্রবার স্বাস্থ্য পরীক্ষার জন্য নিজাম প্যালেস থেকে বের করে নিয়ে যাওয়া হয় শাহজাহান শেখ। সেই সময় সংবাদমাধ্যমের প্রশ্নের মুখে উত্তর দেন তিনি। নিরাপত্তারক্ষীদের ঘেরাটোপ পেরিয়ে আচমকা ছুড়ে দিলেন কয়েকটা কথা।

৫৬ দিন নিখোঁজ থাকার পর গত ২৯ ফেব্রুয়ারি রাজ্য পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহান। গ্রেফতারের দিন আদালতে তোলা হয় শাহজাহানকে। শুনানি শেষে বেরিয়ে আসার সময় বসিরহাট আদালত চত্বরে শুধুমাত্র ইশারা করতে দেখা গিয়েছিল তাঁকে। তর্জনী উঁচিয়ে কিছু বার্তা দিতে চেয়েছিলেন।

তবে বুধবার সন্ধেয় সিবিআই হেফাজতে যাওয়ার পর থেকেই অবশ্য তাঁর শরীরী ভাষা আমূল বদলে যায়। পরনেও কুর্তা-পাজামার বদলে টি শার্ট। হাঁটাচলাতেও পুরোনো দাপট আর নজরে পড়েনি। এ দিন যখন তাঁকে নিজাম প্য়ালেস থেকে জোকা-র ইএসআই হাসপাতালে নিয়ে যাচ্ছিল সিবিআই, তখন সংবাদমাধ্যমকে দেখে প্রথম বার মুখ খুললেন তিনি।

মেডিক্যাল পরীক্ষার জন্য রওনা হওয়ার আগে এ দিন তাঁকে সাংবাদিকরা প্রশ্ন করেন, আপনি এতদিন কোথায় ছিলেন? আপনার বিরুদ্ধে তো অনেক অভিযোগ? এর উত্তরে শাহজাহান বলেন, “সব মিথ্যা, সব মিথ্যা।” আরও বললেন, “প্রমাণ হবে। আল্লাহ আছে, বিচার একদিন হবে।”

উল্লেখ্য, এ দিন সকাল থেকে সন্দেশখালিতে শাহজাহানের বাড়িতে অভিযান চালাচ্ছে সিবিআই। কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে তালা ভেঙে তাঁর বাড়িতে ঢুকেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সন্দেশখালির ‘শেখ শাহজাহান মার্কেটে’ শাহজাহানের অফিসে ঢুকেছে সিবিআই। সেখানে তল্লাশি চালানো হচ্ছে।

More from রাজ্যMore posts in রাজ্য »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *