অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নিজস্ব ছবি
অনলাইন কোলফিল্ড টাইমস, কলকাতা: বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগ দেবেন কলকাতা হাইকোর্টের সদ্য প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
গত মঙ্গলবার বিচারপতি পদ থেকে ইস্তফা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিজিৎ জানিয়েছিলেন, “আগামী ৭ মার্চ আমি বিজেপিতে যোগ দেব।” ওই দিনই তিনি বিচারপতিপদ থেকে ইস্তফাপত্র পাঠান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু-সহ সংশ্লিষ্টদের।
সামনে লোকসভা ভোট, স্বাভাবিক ভাবেই বিজেপিতে যোগ দেওয়ায় অভিজিতের প্রার্থী হওয়া নিয়েও চলছে জোর ল্পনা। বিজেপির টিকিটে তিনি ভোটে লড়বেন কি না, বা লড়লেও কোন আসনে ল়ড়বেন, তা নিয়েই চলছে গুঞ্জন।
তবে এসব প্রশ্নের উত্তরে খোলসা করে কিছুই বলেননি তিনি। শুধু জানিয়েছিলেন, যাবতীয় সিদ্ধান্ত বিজেপির নির্বাচনী কমিটি নেবে। আজ বিজেপিতে যোগদানের পর লোকসভা ভোটে অভিজিতের টিকিট পাওয়া নিয়ে কোনও ইঙ্গিত মেলে কি না, সে দিকে নজর সকলের।
রাজনৈতিক দলে যোগ দেওয়া অথবা প্রার্থী হওয়ার প্রশ্নে বিচারপতি এর আগে বলেন, ‘‘যদি আমি কোনও রাজনৈতিক দলে যোগ দিই, তারা যদি আমাকে টিকিট দেয়, আমি বিবেচনা করে দেখব।’’ তখন থেকেই জল্পনা, বিজেপিতে যোগ দেওয়ার পর পূর্ব মেদিনীপুরের তমলুক অথবা উত্তর ২৪ পরগনার বারাসত কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
প্রসঙ্গত, অভিজিতের বিজেপিতে যোগদান ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। বিজেপিতে যোগদানের কথা ঘোষণা করার পর পরই তৃণমূলকে নিশানা করেছেন অভিজিৎ। বলেছেন, “তৃণমূল ভিতর ভিতর ভেঙে পড়ছে। এই দল বেশি দিন আর নেই।”
Be First to Comment