বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সংগৃহীত ছবি
অনলাইন কোলফিল্ড টাইমস, কলকাতা: জল্পনা ছিল-ই। এ বার সরাসরি রাজনীতিতে আসার ইচ্ছা প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার তিনি বিচারপতির পদ থেকে ইস্তফা দেবেন। বিজেপির একটি সূত্রের দাবি, আগামী ৭ মার্চ তাদের দলে যোগ দেবেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
রবিবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ঘোষণা করলেন পদত্যাগ করছেন তিনি। বিচারপতি পদ থেকে মঙ্গলবার তিনি সরে দাঁড়ানোর জন্য রাষ্ট্রপতি ও দেশের প্রধান বিচারপতির কাছে পদত্যাগপত্র পাঠানোর কথাও জানিয়েছেন।
এ দিন বিচারপতি বলেন, ‘‘আমার সিদ্ধান্তের জন্য বিশেষ করে শাসক দলের কিছু নেতাকে অভিনন্দন জানাতে চাই। তাঁরা মাঠে নামার আহ্বান জানিয়েছিলেন বলেই আমি সেই আহ্বানে সাড়া দিয়ে এই সিদ্ধান্ত নিলাম।’’
অভিজিৎ গঙ্গোপাধ্যায় আরও জানিয়েছেন, মানুষের কথা বলতে বৃহত্তর ময়দানে নামতে চান তিনি। বাকি কথা? সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এ দিন বিকালে বার বার তিনি বললেন, “সব উত্তর দেব মঙ্গলবার দুপুর দেড়টায়”। রাষ্ট্রপতির কাছে ইস্তফা দেওয়ার পর ওই দিনই দুপুর দেড়টায় হাই কোর্ট সংলগ্ন সূর্য সেন মঞ্চের পাদদেশে তিনি সব প্রশ্নের উত্তর দেবেন।
অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় বইমেলায় গিয়ে বামেদের স্টলেও গিয়েছিলেন। সেই সময় তাঁর সিপিএমে যোগদান নিয়ে জল্পনা ছড়িয়েছিল। অনেকের প্রশ্ন, এখন কী তাহলে সেটাই দেখা যেতে চলেছে? যদিও এরইমধ্যে তাঁর বিজেপিতে যোগদানের সম্ভাবনাই সবথেকে বেশি জোরদার হয়েছে। শীঘ্রই তিনি বিজেপিতে যোগদান করতে পারেন শোনা যাচ্ছে। বিজেপি সূত্রে দাবি, রাজ্যের একটি লোকসভা কেন্দ্র থেকে পদ্ম প্রতীকে প্রার্থী হতে চলেছেন তিনি। এদিকে বিচারপতি নিজেই জানিয়েছেন, ‘‘যদি আমি কোনও রাজনৈতিক দলে যোগ দিই, তারা যদি আমাকে টিকিট দেয়, আমি বিবেচনা করে দেখব।’’
Be First to Comment