Press "Enter" to skip to content

লোকসভা ভোটের মুখে রাজ্যের ৪ জেলাশাসককে সরিয়ে দিল নির্বাচন কমিশন

অনলাইন কোলফিল্ড টাইমস, কলকাতা: লোকসভা ভোটের মুখে বড়োসড়ো পদক্ষেপ নির্বাচন কমিশনের। অপসারণ করা হল পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, বীরভূমের জেলাশাসককে। কমিশনের তরফে অবিলম্বে নির্দেশিকা কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

গত শনিবার লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই পরপর একগুচ্ছ পদক্ষেপ করছে নির্বাচন কমিশন। রাজ্যের ডিজিপি পদ থেকে রাজীব কুমারকে অপসারণ করা হয়। এ বার জেলাশাসক বদল কমিশনের।

তবে এই বদল শুধু বাংলায় নয়। দেশ জুড়ে আরও একাধিক জায়গার পুলিশ সুপার ও জেলাশাসকদের বদলি করা হয়েছে। গুজরাত, পঞ্জাব, ওড়িশাতেও ডিএম, এসপি বদলের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

জানা গিয়েছে, গুজরাতের ছোটা উদয়পুর এবং অমদাবাদ গ্রামীণের এসপি বদলি করা হয়েছে। পঞ্জাবের পাঠানকোট, জলন্ধর গ্রামীণ এবং মালেরকোটলা জেলার এসএসপি-দের বদলি করা হয়েছে। তা ছাড়া ওড়িশার ধেঙ্কানালের জেলাশাসক, দেওগড়ের এবং কটক গ্রামীণের এসপি-দেরও বদলি করা হয়েছে। ও দিকে পঞ্জাবের ভাটিন্ডার এসএসপি, অসমের সোনিতপুরের এসপিকেও বদলি করা হয়েছে।

প্রসঙ্গত, লোকসভা ভোটের নির্ঘন্ট প্রকাশের দিন তিনেকের মধ্যেই রাজ্যের রাজ্য পুলিশের সর্বোচ্চ পদে আসীন রাজীব কুমারকে সরিয়ে দেয় কমিশন। এ বার চার জেলার জেলাশাসককে সরিয়ে দেওয়া হল। সূত্রের খবর, জেলাশাসকদের পর কয়েকজন পুলিশ সুপারকেও বদলি করতে পারে কমিশন।

More from রাজ্যMore posts in রাজ্য »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *