অনলাইন কোলফিল্ড টাইমস, কলকাতা: পশ্চিমবঙ্গের আটটি লোকসভা কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করল জাতীয় কংগ্রেস। বৃহস্পতিবার সন্ধ্যায় কংগ্রেসের তরফে দেশের ৫৭ আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। দলের তৃতীয় দফার প্রার্থীতালিকায় বাংলার আটটি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে কংগ্রেস।
৮ আসনে কংগ্রেস প্রার্থী
বীরভূম: মিল্টন রশিদ
মালদহ উত্তর: মুস্তাক আলম
মালদহ দক্ষিণ: ইশা খান চৌধুরী
জঙ্গিপুর: মোর্তাজা হোসেন
বহরমপুর: অধীর চৌধুরী
রায়গঞ্জ: আলি ইমরান রামজ ওরফে ভিক্টর
উত্তর কলকাতা: প্রদীপ ভট্টাচার্য
পুরুলিয়া: নেপাল মাহাত
উল্লেখযোগ্য ভাবে মালদহ দক্ষিণের সাংসদ ডালুকে এ বার আর টিকিট দিল না কংগ্রেস। সেই জায়গায় তাঁরা ছেলেকে প্রার্থী করা হল। অন্য দিকে, বাংলার ক্ষেত্রে বামেদের সঙ্গে সমঝোতার প্রসঙ্গের কোনও উল্লেখ নেই এই তালিকায়।
Be First to Comment