ডাবল সেঞ্চুরি যশস্বী জয়সওয়ালের। সংগৃহীত ছবি
ইংল্যান্ডের বিরুদ্ধে বিশাখাপত্তনমে দ্বিশতরান করলেন ভারতীয় ওপেনার যশস্বী জয়সওয়াল। প্রথম দিনে ২৫৭ বলে ১৭৯ রান করে অপরাজিত ছিলেন যশস্বী জয়সওয়াল। শুক্রবারের ইনিংসে ১৭টি চার ও ৫টি ছক্কা মেরেছিলেন তিনি।
শনিবার ১০২তম ওভারে শোয়েব বশিরের প্রথম ২টি বলে ছয় ও চার মেরে ব্যক্তিগত দ্বিশতরান পূর্ণ করেন যশস্বী জসওয়াল। ১৮টি চার ও ৭টি ছক্কার সাহায্যে ২৭৭ বলে কেরিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির গণ্ডি টপকে যান যশস্বী।
ভারত শুরুতে ব্যাট করতে নেমে প্রথম দিনেই বড় রানের ভিত গড়ে ফেলে। সৌজন্যে যশস্বী জসওয়ালের দুর্দান্ত ব্যাটিং। যদিও যশস্বী কার্যত একা লড়াই চালান বলে মনে হওয়া স্বাভাবিক। কেননা তরুণ ওপেনার প্রথম দিনে অনায়াসে দেড়শো রানের গণ্ডি টপকালেও ভারতের আর কোনও ব্যাটার ব্যক্তিগত ৪০ রানেও পৌঁছতে পারেননি।
এ দিন নিজের টেস্ট কেরিয়ারের প্রথম দ্বিশতরান করলেন যশস্বী। বিশাখাপত্তনমে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলকে একাই এগিয়ে নিয়ে যাচ্ছেন তরুণ ওপেনার। তাঁর ব্যাটে ভর করেই ৪০০ রান পার করার পথে ভারত।
Be First to Comment