নিজেদের দেশে বিশ্বকাপ। ভালো পারফরম্যান্স করতে মরিয়া আমেরিকা। আর সেই লক্ষ্যেই এ বার জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগ করা হয়েছে প্রাক্তন তারকা অস্ট্রেলিয়ান ক্রিকেটারকে। কোন সমীকরণে আমেরিকার দায়িত্ব তুলে নিয়েছেন অস্ট্রেলিয়ার পোড়খাওয়া ক্রিকেটার স্টুয়ার্ট ল। লিখলেন অরুণাভ গুপ্ত
কী যে হল
আমেরিকার চওড়া কপাল। কথায় কথায় হাজির হয়ে আমেরিকার ক্রিকেট টিমের কোচিংয়ের দায়িত্ব নিলেন স্টুয়ার্ট ল। অস্ট্রেলিয়ার পোড়খাওয়া ক্রিকেটার। মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত ক্রিকেট বারুদ ঠাসা। ল স্যারের কোচিং প্রশ্নাতীত। ওঁর প্রধান অস্ত্র হল, তিনি জানেন টিমের ক্রিকেটারের কাছ থেকে সেরাটা কী ভাবে আদায় করে নিতে হয়। কিন্তু তাঁর মতন একজন অভিজ্ঞ ও দক্ষ কোচ হঠাৎ কেন এতটা দু:সাহসী হলেন। যেখানে আন্তর্জাতিক ক্রিকেট মানচিত্রে আমেরিকা নিতান্তই শিশু। তা হলে ধরে নেওয়া যায় নিশ্চয় এমন কিছু গুপ্তধনের সন্ধান তিনি পেয়েছেন, যা তাঁকে চুম্বক আকর্ষণে টেনে রেখেছে।
কেন হল
বেটার স্বয়ং স্টুয়ার্ট ল নিজে কোন সমীকরণে এতবড় অভিযানে নামলেন, ওঁর নিজের মুখেই শোনা যাক।…

পরিস্কার বলছি আমি স্টুয়ার্ট ল চ্যালেঞ্জ নিতে কোনোদিন পিছপা হইনি। সুযোগ মিললে যেখানে চ্যালেঞ্জ, সেখানে আমি। যেই দেখলাম একদম গ্রাসরুট থেকে শুরু করতে পারব, আমি আর দু’বার ভাবিনি। মুহূর্তে নিজের উপর আস্থা রেখে বিশ্বাস করেছি, এমন ভিত তৈরি করতে হবে, যার উপর আকাশচুম্বি বিল্ডিং নিরাপদে দাঁড়িয়ে থাকবে। আর এই অসাধ্যসাধন তখনই সম্ভব যখন শুরু থেকে শুরু করা যায়। একতাল মাটি ছাঁচে ফেলে যেমন শেপ দেবে তেমন হবে। শুধু দরকার একনাগাড়ে দেখভাল। কোচের মুখ্য দায়িত্ব তাই বলে।
কী জন্য
আমি স্টুয়ার্ট ল ভাবি, আমি ব্যতিক্রমী চরিত্র। বার্তা দিতে এসেছি- অভিনবত্ব দেখাও, কার্যকরী করো, নয়তো পাততাড়ি গোটাও। আমি আমার আচরণে অত্যন্ত বন্ধুত্বপূর্ণ। কখনোই জোর খাটাই না। তুমি তোমার মতন খেলো, যদি মনে করো এই ভাবে তুমি টিকতে পারবে, টিম লাভবান হবে, দেন ওকে। আমি জানি এর কোনো দীর্ঘস্থায়িত্ব নেই। যেইমাত্র দেখব তোমার ভূমিকায় ঘাটতি দেখা যাচ্ছে তখন আমার কাজ শুরু। আমি জানি পুরোপুরি নিখুঁত হওয়া অসম্ভব। কিন্তু চেষ্টা থাকবে, একশোতে একশো। এখন আমি বলতে পারি, আমেরিকান টিমে বৈচিত্র আছে, এবং যথেষ্ট ভারসাম্য রয়েছে। আমি এবং টিম মনেপ্রাণে চাই নিজেদের গর্ব করার মতন জায়গায় প্রতিষ্ঠা করতে। আর তা হলে পিছনে তাকাতে হবে না। এখন বিশ্বকাপে লক্ষ্য একটাই, সুযোগ এলে হাতছাড়া করা চলবে না। ফসল ফলাতেই হবে।



Be First to Comment