বিজয়ী দল। নিজস্ব ছবি
নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া: দক্ষিণ পূর্ব রেলে আদ্রা ডিভিশনের তৃতীয় ডিআরএম কাপ ফুটবল প্রতিযোগিতা ফাইনাল খেলাটি সম্পন্ন হল। ফাইনাল প্রতিযোগিতায় যে দুটি দল মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তারা হল শ্যামসুন্দরপুর( বিষ্ণুপুর) ও অপরটি হল মানকুন্ড স্পোটিং ক্লাব।
খেলায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে দিয়ে দর্শকদের মন জয় করল, খেলায় কোনো দলই নির্ধারিত সময়ে গোল দিতে না পারায় অবশেষে ট্রাই বেকারের মাধ্যমে ৫-৪ গোলে মানকুন্ড স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে শ্যামসুন্দরপুর। এই প্রতিযোগিতায় ম্যান অব দ্য ম্যাচ পান মানকুন্ড স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় সুরেন্দ্রনাথ বিশ্বাস। এবং ম্যান অব দ্য ট্রফি ছিনিয়ে নেন শ্যামসুন্দরপুরের খেলোয়াড়।
খেলায় বিজয়ী কাপের সঙ্গে নগদ ৬০,০০০ টাকা ও বিজিত দলের হাতে আকর্ষণীয় ট্রফি ও ৪০,০০০ নগদ প্রদান করেন মালবিকা নরুলা ও রীতা ঘোষ।
Be First to Comment