Press "Enter" to skip to content

খেলাধুলার প্রসার ঘটাতে স্টেডিয়াম তৈরি হচ্ছে কুলপির বিবেক ময়দানে

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,কুলপি : বর্তমানে গ্রাম বাংলা থেকে হারিয়ে যাচ্ছে সব ধরনের খেলাধুলা।মাঠের অভাবে খেলার দিক থেকে সরে যাচ্ছে বর্তমান প্রজন্ম।আর মোবাইল গেমে আসক্ত হয়ে পড়ছে তাঁরা।তাই আগের মত খেলার প্রতি আগ্রহ বাড়াতে এবার এগিয়ে এলেন খোদ বিধায়ক। এই প্রথম নতুন স্টেডিয়াম পেতে চলেছে কুলপি ব্লক।

কুলপির বিবেক ময়দানে তৈরি হচ্ছে এই স্টেডিয়াম। যার ফলে খুশি স্থানীয়রা।কুলপির বিবেক ময়দান খেলাধূলার জন্য প্রসিদ্ধ জায়গা।এখানে সারা বছর ফুটবল বা ক্রিকেটের মত টুর্নামেন্ট লেগেই থাকে।যার মধ্যে রয়েছে এমএলএ কাপের মত বড় টুর্নামেন্ট ও। এই সমস্ত টুর্নামেন্ট দেখতে প্রচুর মানুষজন আসতেন। তবে স্টেডিয়াম না থাকায় তাদের খুব অসুবিধা হত।সেই সমস্যাগুলি অনুধাবন করে কু্লপির বিবেক ময়দানে কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদারের উদ্যোগে শুরু হয়েছে নতুন স্টেডিয়াম তৈরির কাজ।

খেলাধুলার প্রসার ঘটাতে এই স্টেডিয়াম খুবই কাজে দেবে বলে জানিয়েছেন কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদার।কয়েক কোটি টাকা ব্যায়ে এই কাজ শুরু হয়েছে‌। এবছরের শেষ দিকে এই কাজ সমাপ্ত হবে। নতুন বছরের জানুয়ারিতেই তৈরি হয়ে যাবে ঝাঁ চকচকে নতুন এক স্টেডিয়াম। কুলপি ব্লকে এই কাজ শেষ হলে একটি নতুন দিগন্তের উন্মোচন হবে বলে মনে করছেন অনেকেই।খেলাধুলার আরোও প্রসার ঘটবে এখানে।

More from খেলাMore posts in খেলা »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *