আসানসোল : ৫৬তম ওয়েষ্ট বেঙ্গল রাজ্য শ্যুটিং চ্যাম্পিয়নশিপ ২০২৪-এর আসর বসতে চলেছে আসানসোল রাইফেল ক্লাবে।
আগামী ১৯ আগস্ট থেকে হওয়া এই চ্যাম্পিয়ানশিপ চলবে ২৫ আগস্ট পর্যন্ত। এর আয়োজনে আসানসোল রাইফেল ক্লাব।
শনিবার বিকেলে আসানসোলের চাঁদমারিতে আসানসোল রাইফেল ক্লাবে হওয়া এক সাংবাদিক সম্মেলনে ওয়েষ্ট বেঙ্গল রাইফেল এ্যাসোসিয়েশনের সভাপতি ভি কে ঢল বলেন, ১৯ আগস্ট থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় সারা বাংলার প্রায় ৭০০ প্রতিযোগী অংশগ্রহণ করবেন। প্রতিদিন সকাল সাড়ে আটটা থেকে প্রতিযোগিতা শুরু হয়ে রাত আটটা পর্যন্ত চলবে।

তিনি আরও বলেন, প্রতিযোগিতার প্রথম পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ২৩ আগস্ট অনুষ্ঠিত হবে। ২৫ আগস্ট শেষ পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে।
১৯ আগস্ট প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক এস পোন্নাবলম ও আসানসোল দূর্গাপুরের পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী উপস্থিত থাকবেন।




Be First to Comment