দুর্গাপুর: আয়োজক সংস্থা দুর্গাপুর ক্লাব সমন্বয়। দুর্গাপুরে স্পোর্টস কার্নিভাল শুরু হতে চলেছে ৫ জানুয়ারি ।
সহযোগিতায় রয়েছে ক্রীড়া অ্যাসোসিয়েশন গুলি । এই স্পোর্টস কার্নিভ্যালে ৩২ টি ইভেন্ট, ১২ হাজারের বেশি প্রতিযোগী, রয়েছে ২৫ লক্ষ টাকার প্রাইজ মানি ।
৫ জানুয়ারি শুভ সূচনার দিন থাকছে বিখ্যাত গায়ক অনুপম রায়ের গান। এই স্পোর্টস কার্নিভ্যালে থাকছে ক্রিকেট, ফুটবল, টেনিস, দাবা ও অ্যাথলেটিক্স সহ নানান ইভেন্ট । ১২ ই জানুয়ারি থাকছে ম্যারাথন আর এই দিনে উপস্থিত থাকবেন একসময়ের ফুটবলে ঝড় তোলা পাহাড়ি বিছে বাইচুং ভুটিয়া ।

তবে প্রাইজ মানি ক্রীকেটেই সবচেয়ে বেশি থাকছে, ৫ লক্ষ টাকা উইনার, রানার্স ৩ লক্ষ টাকা । আর ম্যারাথনে থাকছে ৫০ হাজার, ৩০ হাজার, ২০ হাজার ।
তবে সদ্য সদ্য সন্তোষ ট্রফি জয় করেছে বাংলা, বাংলার রক্তে মজ্জায় ফুটবল, বাঙালির পরিচয় ফুটবল । সেই ফুটবলে যে আম বাঙালি থেকে ক্লাব সমন্বয় কর্তাদের প্রেম কিছুটা কমেছে তা ফুটে উঠেছে প্রাইজ মানিতে ।
ফুটবলে প্রাইজ মানি মাত্র ২০ হাজার এবং ১৫ হাজার টাকা । দাবাতে এখনো প্রাইজ মানি ঘোষণা হয়নি বলেই জানিয়েছেন উদ্যোক্তারা ।
জেলার স্পোর্টস অ্যাসোশিয়েশনগুলির বাছাই করা খেলোয়াড়রা, স্কুল কলেজের সেরা খেলোয়াড়রা অংশ নেবেন বিভিন্ন ইভেন্টে । শুধু ম্যারাথন, ক্রীকেট এবং টেনিসে বাইরে থেকে খেলোয়াড়রা আসবেন ।
এই ক্লাব সমন্বয় এর আগে শুধু ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করেছিল । এবার এই প্রথম রাজ্যের মধ্যে সম্ভবত প্রথম, স্পোর্টস কার্নিভ্যালের আয়োজন করছেন । এমনটাই অবশ্য জানিয়েছেন ক্লাব সমন্বয়ের কর্তারা ।
এই কার্নিভালে দুর্গাপুরের সম্মান রক্ষার ডাক দিয়েছেন পান্ডবেশ্বরের বিধায়ক । বিধায়ক বলেন, এই স্পোর্টস কার্নিভাল মধ্য দিয়েই খেলাধুলার প্রসারের চেষ্টা করা হচ্ছে ।




Be First to Comment