আসানসোল : খেলাধুলা এবং সুস্বাস্থ্যের প্রচারের জন্য বার্নপুর সেল আইএসপি বা ইস্কো কারখানার সিএসআর বা কর্পোরেট সোশাল রেসপনসেবলিটির উদ্যোগে ‘সেল খেল ২০২৫’ -এর আয়োজন করা হয়েছিল।
শুক্রবার হওয়া এই খেলার আয়োজনে সহযোগিতা করেছে আসানসোল রামকৃষ্ণ মিশন। এই উপলক্ষে আসানসোলের পোলো গ্রাউন্ড থেকে আসানসোল রামকৃষ্ণ মিশন আশ্রম পর্যন্ত একটি মিনি ম্যারাথন আয়োজন করা হয়। এতে আসানসোল মহকুমার বিভিন্ন প্রতিষ্ঠানের মোট ১৫০ জন পড়ুয়া অংশগ্রহণ করে।
বার্নপুর ইস্কো কারখানা বা সেল আইএসপির আধিকারিক সহ বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে পোলো গ্রাউন্ডে এই খেলার উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন এক্সসিকিউটি ডিরেক্টর (মানবসম্পদ) উমেন্দ্র পাল সিং, জিএম বা জেনারেল ম্যানেজার (নগর পরিষেবা ও সিএসআর) বিজেন্দ্র বীর, জিএম (মানবসম্পদ) জিতেন্দ্র কুমার ও আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়।

আসানসোলের রামকৃষ্ণ মিশন আশ্রমের সচিব স্বামী সোমাত্মানন্দজী মহারাজ ও আশ্রমের অন্যান্য সন্ন্যাসীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আসানসোলের রামকৃষ্ণ মিশন আশ্রমের সহযোগিতা ও বার্নপুর ইস্কো কারখানা বা সেল আইএসপির পৃষ্ঠপোষকতায় “সেল খেল- ২০২৫” র আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন এক্সিকিউটিভ ডিরেক্টর (মানবসম্পদ) উমেন্দ্র পাল সিং। এই ম্যারাথনে ৬ থেকে ৭০ বছর বয়সীরা অংশগ্রহণ করেন। যারা দর্শক এবং পথচারীদের দ্বারা উৎসাহিত হয়েছিলেন।
দিনের শেষে আসানসোল রামকৃষ্ণ মিশন মাঠে একটি অ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। যাতে আসানসোল মহকুমার আটটি ভিন্ন কারিগরি প্রতিষ্ঠানের ক্রীড়াবিদরা অংশ নেন।
প্রতিযোগিতা একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়। সেই অনুষ্ঠানে রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা বিভিন্ন ক্রীড়া ইভেন্টের বিজয়ীদের পুরস্কৃত করেন।




Be First to Comment