Press "Enter" to skip to content

মথুরাপুরে এম পি কাপের ফাইনালে বিজয়ী হল সাগর বিধানসভা

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : মথুরাপুরে এমপি কাপে জয়ী হল সাগর বিধানসভা। শনিবার থেকে তিনদিনের এমপি কাপ শুরু হয়েছিল মথুরাপুরে।

বিরাট তারকা সমাবেশের মধ্যে দিয়ে এই কাপের সূচনা হয়।মথুরাপুরের সাংসদ বাপি হালদারের উদ্যোগে কৃষ্ণচন্দ্রপুর বিবেক ময়দানে ১৬ দলের এই ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।সোমবার শেষ দিনে সেমি ফাইনাল থেকে ফাইনালে ওঠে মগরাহাট পূর্ব এবং সাগর ভারতী সংঘ। জয়ী হয় সাগর ভারতী সংঘ এবং বিজয়ী হয় মগরাহাট পূর্ব ট্রাইবেকারে।

ফাইনালের দিন মাঠে উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম চন্দ্র হাজরা,মন্দির বাজারের বিধায়ক জয়দেব হালদার,মগরাহাট পূর্বের বিধায়ক গিয়াস উদ্দিন মোল্লা, রায়দীঘির বিধায়ক ডাঃ অলক জলদাতা সহ একাধিক জেলা পরিষদ সদস্য, ৫ টি থানার আইসি,দুটি থানার ওসি,সিভিক ভলেন্টিয়ার ও অন্যান্য ব্যক্তিবর্গ।ফাইনাল খেলা দেখতে এদিন জনসমুদ্রের চেহারা নেয় এলাকা।

এদিন ফুটবলের ফাইনাল খেলার শেষে অনুষ্ঠিত হয় বিচিত্রা অনুষ্ঠান। বিচিত্রা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্রের দুজন বিখ্যাত অভিনেতা অভিনেত্রী। অভিনেতা প্রসেনজিৎ ও অভিনেত্রী শ্রাবন্তী ।আর তাদেরকে দেখার জন্য মহিলাদের সংখ্যা ছিল দেখার মত। মধ্য রাত অবধি মাঠ ছিলো পরিপূর্ণ। সর্বশেষে এদিন ধন্যবাদ জ্ঞাপন করে এমপি কাপের আয়োজক সাংসদ বাপি হালদার আগামী বছর আবার হবার কথা জানালেন।

More from খেলাMore posts in খেলা »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *