Press "Enter" to skip to content

আরসিবি-র বিজয় উদ্‌যাপনে ভিড়ের চাপে মৃত্যু বেঙ্গালুরুতে, আহত অন্তত ৫০

কোলফিল্ড টাইমস: আইপিএল-এ প্রথম বার ট্রফি জেতার আনন্দে মাতোয়ারা বেঙ্গালুরু শহর। কিন্তু সেই উৎসবেই ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। বুধবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবি-র বিজয় মিছিলে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে এক জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ৫০ জন।

চোখের সামনে পছন্দের দলকে দেখতে বহু মানুষ ভিড় জমিয়েছিলেন চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে। তবে অতিরিক্ত ভিড় ও নিয়ন্ত্রণহীন পরিস্থিতির জেরে অনেকে জ্ঞান হারান। কারও কারও অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

একটি গাড়ির উপর উঠে পড়েন উত্তেজিত সমর্থকরা। ভিড় সামাল দিতে গিয়ে হিমশিম খায় পুলিশও। জানা গিয়েছে, কর্নাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে আয়োজিত হয়েছিল আরসিবি দলের সংবর্ধনা। তাতেই উপস্থিত ছিলেন হাজার হাজার সমর্থক।

একদিকে চিন্নাস্বামী স্টেডিয়ামে সংবর্ধনা চলছিল, অন্যদিকে কর্নাটক সরকারের পক্ষ থেকেও বিদান সৌধের সামনে আয়োজন করা হয়েছিল আরেকটি বিশেষ অনুষ্ঠান। সেখানে রাজ্যপাল থাওয়ারচন্দ গহলোত, মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার রাজকীয়ভাবে সংবর্ধনা জানান রজত পতিদার নেতৃত্বাধীন দলকে। দলের প্রত্যেক সদস্যকে দেওয়া হয় ঐতিহ্যবাহী মাইসুরু পাগড়ি, উত্তরীয় ও মালা।

মঙ্গলবার আহমেদাবাদে পঞ্জাব কিংসকে ছয় রানে হারিয়ে প্রথমবার আইপিএল ট্রফি জেতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তিন বার রানার্স হওয়ার পর অবশেষে ইতিহাস গড়ে আরসিবি। তবে সেই ঐতিহাসিক মুহূর্তের উদ্‌যাপনেই দেখা দিল বিপত্তি। পুলিশ ও প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

More from খেলাMore posts in খেলা »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *