অনলাইন কোলফিল্ড টাইমস: প্যারিস অলিম্পিক ২০২৪- এ পুরুষদের হকির সেমিফাইনালে উঠে গেল ভারত। স্টেড ইভেস-ডু-মনোইরে শুট-আউটের মাধ্যমে গ্রেট ব্রিটেনকে পরাজিত করল ভারতীয় হকি দল। ফলে, অলিম্পিকে টানা দ্বিতীয় পদক জয় থেকে ভারত এখন মাত্র এক পা দূরে। সেমিফাইনালে ভারত এ বার মুখোমুখি হবে জার্মানি বা আর্জেন্টিনার।
এ দিনের লড়াইয়ে ভারত – গ্রেট ব্রিটেনের কেউই প্রথম কোয়ার্টারে গোল পায়নি। ম্যাচের দ্বিতীয় কোয়ার্টারের চতুর্থ মিনিটে ১০-জনে নেমে যায় ভারত। লাল কার্ড দেখিয়ে বার করে দেওয়া হয় ভারতীয় দলের রক্ষণের অন্যতম ভরসা রুইদাসকে। বল ক্লিয়ার করতে গিয়ে হকির স্টিক দিয়ে প্রতিপক্ষ দলের প্লেয়ারের মুখে আঘাত করে বসেন। যদিও একেবারেই অনিচ্ছাকৃত ছিল। তবে, হরমনপ্রীত সিংয়ের মাধ্যমে এগিয়ে যাওয়ার প্রতিকূলতাকে দূরে সরিয়ে দেয় ভারত।
২২তম মিনিটে হরমনপ্রীত পেনাল্টি কর্নারে গোল পান। পাঁচ মিনিট পরে লি মর্টন গ্রেট ব্রিটেনের হয়ে সমতা আনেন। বাকি পুরো সময়ের পর ম্যাচটি ১-১-এ শেষ হলেও, ভারত শুট-আউটে ৪-২ জিতে সেমিফাইনালে উঠে যায়।

এই জয়ের ফলে শেষে চারের টিকিট পাকা করে ফেলল ভারতীয় হকি টিম। আরও একটি পদক জয়ের আশায় দেশবাসী। আর ৪৪ বছর পর চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন তো থাকছেই!




Be First to Comment