কোলফিল্ড টাইমস সংবাদদাতা: আসানসোল সাবডিভিশনাল চেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে রবিবার আসানসোল কল্যাণপুর হাউজিংয়ের শুভম ম্যারেজ হল-এ একদিনের দাবা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
আসানসোল ছাড়াও কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বীরভূম, ব্যান্ডেল, বারাসত সহ বিভিন্ন জায়গা থেকে প্রতিযোগিরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। সবমিলিয়ে মোট ১৮৬ জন প্রতিযোগী এতে অংশ নেন।
এই প্রতিযোগিতা আয়োজনে সহযোগিতা করেছে পশ্চিম বর্ধমান জেলা দাবা সংস্থা। উদ্যোক্তাদের তরফে বলা হয়েছে, এই প্রতিযোগিতা আয়োজনের উদ্দেশ্য হল এলাকায় দাবাকে আরও বেশি প্রচার করা। এই প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগ গঠন করে প্রতিযোগিতাটি আয়োজন করা হয়েছিল।




Be First to Comment