কলকাতা: শনিবার জোড়া ম্যাচে কলকাতার দুই প্রধান। অ্যাওয়ে ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেডের মুখোমুখি হবে লাল-হলুদ। এ দিনই হায়দরাবাদের বিরুদ্ধে ঘরের মাঠে নামবে সবুজ-মেরুন।
আইএসএলে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড। ডার্বি ম্যাচে দুই বার এগিয়ে গিয়েও জয় হাসিল করতে পারেনি কার্লোস কুয়াদ্রাতের দল। কিন্তু উত্তর পূর্বের দলটির বিরুদ্ধে পুরো তিন পয়েন্ট পাওয়াই লক্ষ্য লাল হলুদের। কিন্তু এই ম্যাচে নামার আগে ইস্টবেঙ্গল শিবিরকে ভাবাচ্ছে কার্ড ও চোট সমস্যা।
ইন্ডিয়ান সুপার লিগে ইস্টবেঙ্গল এ মরশুমে ১১টি ম্যাচে খেলেছে। এর মধ্যে জয় মাত্র দুটি। হার তিন ম্যাচে। ৬টি ম্যাচ ড্র। এর মধ্যে বেশ কিছু ম্যাচের ফল ইস্টবেঙ্গলের পক্ষেও যেতে পারতো। তা হলে হয়তো ইস্টবেঙ্গল পয়েন্ট টেবলে নয়ে নয়, আরও ওপরেই থাকতে পারত। এখন শুধুই সামনের দিকে এগনোই লক্ষ্য।
মোহনবাগান খেলবে হায়দরাবাদ এফসির বিরুদ্ধে। আইএসএলের পয়েন্ট তালিকায় সবার নীচে থাকা দলের বিরুদ্ধে খেলা। জয়ে ফিরতে এর থেকে কোনও ভাল সুযোগ আর আসবে না। শনিবার হায়দরাবাদের বিরুদ্ধে ঘরের মাঠে নামার আগে তবু মোহনবাগানের কোচ আন্তোনিয়ো লোপেস হাবাস ঝুঁকি নিতে নারাজ।
কার্লেস কুয়াদ্রাতের দলের খেলা বিকেল ৫টা থেকে। আন্তোনিয়ো হাবাসের দলের খেলা সন্ধ্যা সাড়ে ৭টা থেকে। দু’টি ম্যাচই দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেলে।
Be First to Comment