Press "Enter" to skip to content

কলকাতা নাইট রাইডার্সের সব ম্যাচের সময়সূচি, আইপিএলে কখন, কোথায় এবং কার সঙ্গে লড়াই

অনলাইন কোলফিল্ড টাইমস, কলকাতা: আইপিএল ২০২৪-এর দ্বিতীয় পর্বের সূচি প্রকাশ করা হয়েছে। চলতি মরসুমের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে ৪ রানে হারিয়েছে কেকেআর। শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন কেকেআর দল জয় দিয়ে তাদের এ বারে আইপিএল অভিযান শুরু করেছে।

আগের বার নীতীশ রানাকে কেকেআর-এর অধিনায়কত্ব দেওয়া হয়েছিল, কিন্তু শ্রেয়স ফিট হওয়ার পরে, এখন এই মরসুমের জন্য তাঁর হাতেই এসেছে অধিনায়কত্ব। এমন পরিস্থিতিতে কেকেআর-এর ম্যাচগুলির সম্পূর্ণ সূচি জেনে নিন।

২৩ মার্চ: সানরাইজার্স হায়দরাবাদ (কলকাতায় এই ম্যাচে কেকেআর জয়ী হয় ৪ রানে)

২৯ মার্চ: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, বেঙ্গালুরু, সন্ধে ৭.৩০

৩ এপ্রিল: দিল্লি ক্যাপিটালস, বিশাখাপত্তনম, সন্ধে ৭.৩০

৮ এপ্রিল, চেন্নাই সুপার কিংস, চেন্নাই, সন্ধে ৭.৩০

১৪ এপ্রিল: লখনউ সুপার জায়ান্টস, কলকাতা, বিকেল ৩.৩০

১৭ এপ্রিল: রাজস্থান রয়্যালস, কলকাতা, সন্ধে ৭.৩০

২১ এপ্রিল: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, কলকাতা, বিকেল ৩.৩০

২৬ এপ্রিল: পঞ্জাব কিংস, কলকাতা, সন্ধে ৭.৩০

২৯ এপ্রিল: দিল্লি ক্যাপিটালস, কলকাতা, সন্ধে ৭.৩০

৩ মে: মুম্বই ইন্ডিয়ান্স, মুম্বই, সন্ধে ৭.৩০

৫ মে: লখনউ সুপার জায়ান্টস, লখনউ, সন্ধে ৭.৩০

১১ মে: মুম্বই ইন্ডিয়ান্স, কলকাতা, সন্ধে ৭.৩০

১৩ মে: গুজরাত টাইটান্স, আমেদাবাদ, সন্ধে ৭.৩০

১৯ মে: রাজস্থান রয়্যালস, গুয়াহাটি, সন্ধে ৭.৩০

এর পরের রাউন্ডের ম্যাচগুলি

২১ মে: কোয়ালিফায়ার ১, আমেদাবাদ, সন্ধে ৭.৩০

২২ মে: এলিমিনেটর, আমেদাবাদ, সন্ধে ৭.৩০

২৪ মে: কোয়ালিফায়ার ২, চেন্নাই, সন্ধে ৭.৩০

২৬ মে: ফাইনাল, চেন্নাই, সন্ধে ৭.৩০

More from খেলাMore posts in খেলা »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *