ভারত-পাকিস্তান সামরিক সংঘাতের কারণে ৯ মে থেকে এক সপ্তাহের জন্য স্থগিত হওয়া আইপিএল ফের শুরু হতে চলেছে ১৬ বা ১৭ মে থেকে। শনিবার ঘোষিত যুদ্ধবিরতির পর আইপিএল চালু করার পথ তৈরি হয়েছে। তবে ফাইনাল ম্যাচ কলকাতার বদলে অন্যত্র সরিয়ে নেওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ ১ জুন ফাইনালের দিন শহরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আইপিএল গভর্নিং কাউন্সিল এবং বিসিসিআই কর্মকর্তারা রবিবার এই ব্যাপারে আলোচনা করেন। বিসিসিআই-এর সহসভাপতি রাজীব শুক্লা বলেন, “আইপিএল নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিসিসিআই সচিব, আইপিএল চেয়ারম্যান এবং ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে আলোচনা চলছে। খুব শিগগিরই সিদ্ধান্ত জানানো হবে।”
এক বিসিসিআই সূত্র জানায়, ৯ মে অনুষ্ঠিত না হওয়া ম্যাচ — লখনউ সুপার জায়ান্টস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু — দিয়েই ফের আইপিএল শুরু হবে। “১৬ বা ১৭ তারিখ লখনউতে ম্যাচ শুরু হবে। চূড়ান্ত সূচি সোমবার জানানো হবে,” বলেন তিনি।

সূত্র আরও জানায়, বাকি ম্যাচগুলো চারটি ভেন্যুতে সীমিত থাকবে এবং দিল্লি ও ধর্মশালায় আর ম্যাচ হবে না, কারণ সরঞ্জাম সরিয়ে নেওয়া হয়েছে। তবে প্লে-অফের কোয়ালিফায়ার-১ ও এলিমিনেটর হায়দরাবাদেই হবে। কিন্তু কলকাতায় ফাইনাল নিয়ে অনিশ্চয়তা রয়েছে, কারণ আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ওই দিন বৃষ্টি হতে পারে। এই কারণে ফাইনাল আহমেদাবাদে সরিয়ে নেওয়া হতে পারে।
আইপিএল পুনরায় শুরুর আগে বিসিসিআই ফ্র্যাঞ্চাইজি, সম্প্রচারকারী, স্পনসর ও আয়োজক রাজ্য সংস্থাগুলোর সঙ্গে আলোচনায় বসবে বলে জানিয়েছেন বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া। তিনি আরও বলেন, “সরকারের অনুমতি ছাড়া আমরা নতুন তারিখ ঘোষণা করব না।”
পরিত্যক্ত ম্যাচ: পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস
ধর্মশালায় চলমান ম্যাচে পঞ্জাব ১০.১ ওভারে ১২২/১ স্কোর করেছিল, তখনই ভারত-পাকিস্তান সংঘাতের কারণে ম্যাচ বন্ধ করে দেওয়া হয়। খেলোয়াড়দের বাসে করে জলন্ধর হয়ে ট্রেনে দিল্লি আনা হয়েছিল। সম্ভবত দু’দলকে একটি করে পয়েন্ট দেওয়া হবে।
চার ভেন্যুতে শেষ পর্বের খেলা
যদি শুধুমাত্র চারটি ভেন্যুতে বাকি ১৬টি ম্যাচ হয়, তাহলে দিল্লি ক্যাপিটালস, রাজস্থান রয়্যালস ও মুম্বই ইন্ডিয়ানস নিজেদের ঘরের মাঠে আর খেলতে পারবে না। শেষ পর্বের খেলা হবে হায়দরাবাদ, চেন্নাই, কলকাতা, বেঙ্গালুরু ও লখনউতে।
প্লে-অফ দৌড়ে সাত দল
গুজরাট টাইটান্স (১৬ পয়েন্ট) তালিকার শীর্ষে, তার পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (১৬ পয়েন্ট), পঞ্জাব কিংস (১৫), মুম্বই ইন্ডিয়ানস (১৪), দিল্লি ক্যাপিটালস (১৩), কলকাতা নাইট রাইডার্স (১১), লখনউ সুপার জায়ান্টস (১০)।
চেন্নাই, রাজস্থান ও হায়দরাবাদ ইতিমধ্যেই প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেছে।



Be First to Comment