Press "Enter" to skip to content

আইপিএলের ধাঁচে খেলা হয়ে গেল দক্ষিণ বারাশতে

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : বাঙালির সঙ্গে জড়িয়ে আছে ফুটবলের নাম।বর্তমানে কিছুটা হলেও এই খেলাধূলা কমে গেছে। গ্রামবাংলার ঐতিহ্যবাহী বাঙালির সেরা খেলা ফুটবল। তবে এখন ফুটবলের থেকে ক্রিকেট বেশি জনপ্রিয়তা নজর কেড়েছে। যেন গোটা একটা আইপিএল খেলার আয়োজন। আইপিএলের ধাচে গ্রামীণ ক্রিকেট খেলাতে চার মারুক বা আউট হোক বস্কে বেজে উঠছে গান আর তার সঙ্গে সঙ্গে নাচতে দেখা গেল চিয়ার লিডারকে।হ্যাঁ এমনই খেলা হয়ে গেল রবিবার রাতে জয়নগর থানার দক্ষিণ বারাশতে মামা ভাগ্নে ক্লাবের পরিচালনায়।

এদিন এই মামা ভাগ্নের ক্লাবের পরিচালনায় ১৬ টি ক্রিকেট দলের টুর্নামেন্ট হয়। শুধু দক্ষিণ ২৪ পরগনা নয়, অন্যান্য জেলার বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণ করেছে একাধিক দল। মঞ্চ বেঁধে হাজির করানো হয়েছে চিয়ার লিডারকে। আর এদিন মাঠে দর্শকদের উদ্মাদনা ছিল চোখে পড়ার মত। আয়োজকদের সূত্রে জানা গেল, এই সমস্ত গ্রামীণ এলাকার মানুষের মাঠে গিয়ে টিকিট কেটে খেলা দেখার মত সামর্থ্য নেই। যার কারণ এখন আইপিএলের মরসুম চলছে। আর মানুষ এখন টিভির ধাঁচে খেলা দেখতে চায়। তার উপরে মাঠে গিয়ে খেলা দেখতে গেলে এক একজনের টিকিটে হাজার হাজার টাকার দাম। তাই এখানকার মানুষের পক্ষে সেটা সম্ভব না। সেই সমস্ত বিষয়কে মাথায় রেখে এই ধরনের আয়োজন করা হয়েছে এবারে।সারা রাত্রি ধরে এই খেলা হয়।

এ ছাড়াও দর্শকদের আকর্ষণ করতে সুদূর মুর্শিদাবাদ থেকে আনা হয়েছে খেলা কমেন্ট্রি করার জন্য এক যুবককে। তিনিও চেয়ার লিডারের সঙ্গে সঙ্গে টিভির মতন কমেন্ট্রি করছেন যাতে মানুষ একটু বিনোদনের মধ্যেই থাকতে পারে। তাই এত বড় আয়োজন।দূর দূরান্ত থেকে প্রচুর দর্শক এসেছিল এদিন রাতে এই খেলা দেখার জন্য।

More from খেলাMore posts in খেলা »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *