অনলাইন কোলফিল্ড টাইমস, কলকাতা: আজ,মঙ্গলবার ঘরের মাঠে খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। উল্টো দিকে রাজস্থান রয়্যালস।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দু-বার চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা। আর এ বারও শুরু থেকেই সেই প্রত্যাশা ক্রমশ বেড়েছে। প্রথম পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে জয় পেয়েছে কেকেআর। গত ম্যাচে ইডেনে হারিয়েছে লখনউ সুপার জায়ান্টসকে।
অন্য দিকে, এ বারের আইপিএলে ফর্মে রয়েছে রাজস্থান। ছ’টি ম্যাচের পাঁচটিতে জিতে পয়েন্ট তালিকায় তারা এক নম্বরে রয়েছে।

কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস ম্যাচ হবে ইডেনে। আজ, ১৬ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যে সাড়ে ৭টা থেকে। এই ম্যাচ সরাসরি সম্প্রচারিত হবে স্টার স্পোর্টস নেটওয়ার্ক-এ। পুরোপুরি বিনামূল্যে লাইভ স্ট্রিমিং উপভোগ করা যাবে জিও সিনেমা অ্যাপ এবং ওয়েবসাইটে।




Be First to Comment