অনলাইন কোলফিল্ড টাইমস: ইতিহাস রচনা করে চূড়ান্ত গৌরবের চূড়ায় দাঁড়িয়েছিলেন কিন্তু এখন প্রতিযোগিতা থেকে সম্পূর্ণ অযোগ্য ঘোষণা করা হল তাঁকে! কী কারণে?
অলিম্পিক কুস্তিতে ৫০ কেজি বিভাগে ফাইনালে খেলার কথা ভারতীয় কুস্তিগির বিনেশ ফোগাটের। কিন্তু বুধবার তাঁর বাড়তি ওজনের জন্য তাঁকে বাতিল করা হল। ফলে ফাইনালে তিনি খেলতে পারবেন না।
এ বারের অলিম্পিকে পরপর তিনটে ম্যাচ জিতে ফাইনালে প্রবেশ করেন তিনি, সঙ্গে পদক পাকা করেন। তাঁকে ডিসকোয়ালিফাই করার কারণ হিসেবে জানা গিয়েছে, অতিরিক্ত ওজন।

ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে জানিয়েছে, ‘‘অত্যন্ত দুঃখের সঙ্গে ভারতীয় দলের পক্ষ থেকে জানানো হচ্ছে যে, কুস্তিতে মহিলাদের ৫০ কেজির ফাইনাল থেকে বিনেশ ফোগাট বাতিল হয়ে গিয়েছে। ভারতীয় দলের পক্ষ থেকে সারা রাত ধরে চেষ্টা করা হয়েছিল বাড়তি ওজন কমানোর। কিন্তু আজ সকালে ৫০ কেজির থেকে কিছু গ্রাম বেশি ওজন হয়েছে ওর। এখনই ভারতীয় দলের পক্ষ থেকে এর বেশি কিছু জানানো হবে না।’’
প্রসঙ্গত, ভারতের ২৯ বছর বয়সি এই তারকা হলেন ভারতের মেয়েদের মধ্যে প্রথম, যিনি অলিম্পিক্সে কুস্তিতে ফাইনালে প্রবেশ করেছেন। ভারত অলিম্পিক থেকে মোট ৭টি পদক জিতেছে। যেখানে রয়েছে ২টি রুপো ও ৫টি ব্রোঞ্জ। বিনেশের কাছে সুযোগ ছিল প্রথম ভারতীয় মহিলা কুস্তিগির হিসেবে অলিম্পিক্সে সোনা জেতার।




Be First to Comment