দিনের শেষ ১৭৯ রানে ক্রিজে রয়েছেন যশস্বী জয়সওয়াল। ফলে বিশাখাপত্তনমে ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্টে শনিবার যে তিনি দ্বিশতকের লক্ষ্য নিয়েই মাঠে নামবেন, তা নতুন করে বলার নয়।
প্রথম দিনে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। প্রথম দিনের খেলা শেষে টিম ইন্ডিয়ার স্কোর ৬ উইকেটে ৩৩৬ রান। বিশাখাপত্তনম টেস্টের প্রথম দিন ছিল টিম ইন্ডিয়ার ওপেনার যশস্বী জয়সওয়ালের নামে। ২৫৭ বলে ১৭৯ রান করে অপরাজিত যশস্বী জয়সওয়াল। এ দিনের ইনিংসে ১৭টি চার ও ৫টি ছক্কা মেরেছেন তিনি।
টস জিতে প্রথমে ব্যাট করতে আসা টিম ইন্ডিয়ার শুরুটা ভালো হয়নি। নিয়মিত বিরতিতে প্যাভিলিয়নে ফিরতে থাকেন ভারতীয় ব্যাটসম্যানরা। কিন্তু যশস্বী জয়সওয়াল একটা দিক দৃঢ়ভাবে ধরে রেখেছেন। ভারতীয় দলের প্রথম ধাক্কাটা আসে ৪০ রানে। ১৪ রান করে আউট হন অধিনায়ক রোহিত শর্মা। এরপর ৩৪ রান করে জেমস অ্যান্ডারসনের শিকার হন শুভমন গিল। যেখানে শ্রেয়স আইয়ার করেন ২৭ রান। টম হার্টলির বলে আউট হন শ্রেয়স আইয়ার। ৩২ রান করে রেহান আহমেদের বলে বোল্ড হন রজত পাতিদার।
এ ভাবে বড় কোনো রান গড়তে ব্যর্থ হচ্ছিলেন ভারতীয় ব্যাটাররা। ২৭ রান করে বিদায় নেন অক্ষর পটেল। শোয়েব বশিরের বলে আউট হন এই অলরাউন্ডার। ভারতীয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান কেএস ভরত ১৭ রান করে রেহান আহমেদের বলে আউট হন।
ইংল্যান্ডের বোলারদের কথা বললে আজ শোয়েব বশির এবং রেহান আহমেদ ২টি করে উইকেট পেয়েছেন। এ ছাড়া জেমস অ্যান্ডারসন ও টম হার্টলি ১টি করে উইকেট নেন। তবে প্রথম দিনের খেলা শেষে অপরাজিত হয়ে ফিরেছেন যশস্বী জয়সওয়াল ও রবিচন্দ্রন অশ্বিন। দ্বিতীয় দিনে ৬ উইকেটে ৩৩৬ রান নিয়ে খেলতে শুরু করবে ভারতীয় দল।
ম্যাচের প্রথম দিনে ১৭৯ রান করেন, এটা যেকোনো টেস্টে প্রথম দিনে সবচেয়ে বেশি রান করা ভারতীয়দের ক্লাবে যোগ দিতে সাহায্য করেছে তাঁকে। এই তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছেন তিনি। ২২৮ রান নিয়ে শীর্ষে রয়েছেন বীরেন্দ্র সহবাগ। এছাড়াও তিনি ১৯৫ ও ১৮০ রান নিয়ে দ্বিতীয় ও পঞ্চম স্থানে রয়েছেন। ওয়াসিম জাফর ১৯২ রান নিয়ে তৃতীয় স্থানে এবং শিখর ধাওয়ান ১৯০ রান নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন।
ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনে সবচেয়ে বেশি রান করা ভারতীয়দের মধ্যে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি। করুণ নায়ার ২৩২ রান নিয়ে প্রথম স্থানে এবং সুনীল গাওস্কর ১৭৯ রান নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। ১৭৫ রান নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন মোহম্মদ আজহারউদ্দিন।
Be First to Comment