অনলাইন কোলফিল্ড টাইমস, কলকাতা: আজ, মঙ্গলবার রাতে ফিফা বিশ্বকাপের যোগ্যতাঅর্জন পর্বের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে ভারত। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে আফগানিস্তানের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলেছে ভারত। এ বার ঘরের মাঠে খেলা। এই ম্যাচ টিভির পর্দাতেও দেখতে পাবেন ভারতীয় ফুটবলপ্রেমীরা।
সৌদি আরবের আভায় আফগানিস্তানের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে ০-০ ড্র করেছিল ভারতীয় দল। প্রথম বার তৃতীয় রাউন্ডে ওঠার হাতছানি রয়েছে সুনীল ছেত্রীদের সামনে। কিন্তু লড়াইয়ে থাকতে হলে এই ম্যাচে শুধু জয় নয়, বড় ব্যবধানে জয় দরকার সুনীল ছেত্রীদের। এই ম্যাচে বড় ব্যবধানে জিততে পারলেই কুয়েতের সঙ্গে লড়াইয়ের জায়গায় থাকবে ইগর স্তিমাচের দল।
উল্লেখযোগ্য ভাবে, ফের এক বার দুর্বল আফগানিস্তানকে সামনে পাচ্ছে ভারত। আফগানিস্তান দলের প্রথম সারির প্রায় কোনও ফুটবলারই নেই। তাই জেতার সুযোগ রয়েছে ভারতের কাছে।
আফগানিস্তান বনাম ভারত ম্যাচ লাইভস্ট্রিম হবে ফ্যানকোড অ্যাপে। এ ছাড়া টিভিতে ম্যাচ দেখার সুযোগও পাবেন ভারতীয় দর্শকদের। সন্ধ্যে ৭টা থেকে ফ্যানকোড অ্যাপের পাশাপাশি টিভিতে এই ম্যাচ দেখা যাবে ডিডি স্পোর্টস চ্যানেল।
প্রসঙ্গত, এর আগে সৌদি আরবের আভা থেকে এক পয়েন্ট নিয়ে ফেরার পর এবার ঘরের মাঠে ভারতের প্রয়োজন পুরো তিন পয়েন্ট। মঙ্গলবার গুয়াহাটির ইন্দিরা গাঁধী অ্যাথলেটিক স্টেডিয়ামে বিশ্বকাপ (এশীয়) বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে তিন পয়েন্ট পেতে গেলে গোল করতেই হবে সুনীল ছেত্রীদের। আর সেই গোল পাওয়াই ভারতের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে এখন।
Be First to Comment