Press "Enter" to skip to content

আইপিএলে আজ ধোনিদের মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স

অনলাইন কোলফিল্ড টাইমস, কলকাতা: এ বারের আইপিএলে সোমবার নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। চেন্নাই সুপার কিংস-এর মুখোমুখি হবেন শ্রেয়স আইয়াররা। চেন্নাই দলে রয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। যদিও তিনি এ বার দলের অধিনায়ক নন।

এর আগে তিনটি ম্যাচ খেলেছেন নাইটরা। প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়েছিল কলকাতা। কলকাতায় এই ম্যাচে কেকেআর জয়ী হয় ৪ রানে। দ্বিতীয় ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-র বিরুদ্ধেও জয় তুলে নিয়েছে কলকাতা। ফাফ ডু প্লেসির দলকে ৭ উইকেটে হেলায় হারান শ্রেয়স আইয়াররা। কলকাতার এই পারফরম্যান্স নিয়ে প্রশংসার বন্যা বইতে শুরু করে। তৃতীয় ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে হ্যাটট্রিকের লক্ষ্যও পূরণ করে কলকাতা নাইট রাইডার্স। ১০৬ রানে জয়লাভ করে শ্রেয়স আয়ার বাহিনী।

আজ সন্ধ্যা সাড়ে ৭টা থেকে খেলা শুরু। সরাসরি খেলা দেখা যাবে স্টার স্পোর্টসে। এ ছাড়াও জিয়ো সিনেমা অ্যাপেও হবে সরাসরি সম্প্রচার।

এ দিনের ম্যাচটি বিভিন্ন বিশেষ কারণে তাৎপর্যপূর্ণ। কারণ, তিনটি ম্যাচের মধ্যে তিনটিতেই জিতেছে কেকেআর। তাদের দখলে ৬ পয়েন্ট। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে তারা। অন্য দিকে চেন্নাই চারটে ম্যাচের মধ্যে দু’টিতে জিতে চার পয়েন্ট পেয়েছে। তালিকার চতুর্থ স্থানে রয়েছেন ধোনিরা।

চিপকে কেকেআরের বিরুদ্ধে মাঠে নামার আগে বেশ চাপে রুতুরাজ গাইকোয়াডের দল। কারণ, শেষ দুটি ম্যাচ হেরে মাঠে নামবে গতবারের চ্যাম্পিয়নরা। এখন দেখার, এ বারের আইপিএলে অপরাজিত তকমা ধরে রাখতে পারে কিনা কলকাতা নাইট রাইডার্স!

More from খেলাMore posts in খেলা »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *