Press "Enter" to skip to content

জিমনাস্টিকে একের পর এক সাফল্য, দক্ষিণ কোরিয়া পাড়ি দিল জয়নগরের বিদিশা গায়েন

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : জিমনাস্টিকে আবার জয়নগরের নামকে তুলে ধরতে দক্ষিন কোরিয়া পাড়ি দিলো জয়নগরের ২৩ বছরের বিদিশা গায়েন।

জয়নগর মজিলপুর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিদিশা গায়েন। বাবা দক্ষিণা গায়েন কলকাতার।একটি বেসরকারি সংস্থায় বর্তমানে কর্মরত। মা বন্দনা মন্ডল গায়েন একসময় জিমন্যাস্টিকে জাতীয় দলে খেলতেন। বিদিশার ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি জিমন্যাস্টিকের প্রতি আগ্রহ ছিল অনেক বেশি।

জয়নগরের সুপ্রাচীন সৃজনী ক্লাবের জিমনাসিয়াম থেকেই বিদিশার জিমন্যাস্টিকে হাতে খড়ি। ২০১১ সালে মাত্র ৯ বছর বয়সে অন্ধপ্রদেশে অনূর্ধ্ব ১০ বছর ন্যাশনাল জিমনাস্টিক এ দ্বিতীয় স্থান অধিকার করে বিদিশা। ২০১৪ সালে কলকাতায় অনূর্ধ্ব ১৭ বছর স্কুল ন্যাশনাল জিমন্যাস্টিক এ প্রথম স্থান অধিকার করে বিদিশা। ২০১৫ এ তেলঙ্গনাতে অনূর্ধ্ব ১৭ বছর স্কুল ন্যাশনাল জিমন্যাস্টিকে প্রথম স্থান অধিকার করে বিদিশা। ২০১৬ সালে হরিয়ানায় অনূর্ধ্ব ১৭ বছর স্কুল ন্যাশনাল জিমনাস্টিকে প্রথম স্থান অধিকার করে বিদিশা। ২০১৭-এতে কলকাতায় অনূর্ধ্ব ১৭ বছর স্কুল ন্যাশনাল জিমনাস্টিকে প্রথম স্থান অধিকার করে বিদিশা। ২০১৭-এ দিল্লিতে অনূর্ধ্ব ১৭ খেলো ইন্ডিয়া স্কুল গেমসের জিমনাস্টিকে প্রথম স্থান অধিকার করে বিদিশা।২০১৮ সালে মহারাষ্ট্রে আয়োজিত অনূর্ধ্ব একুশ বছর খেলো ইন্ডিয়া ইউথ গেমসে জিমনাস্টিকে প্রথম স্থান অধিকার করে বিদিশা।২০১৯ সালে চন্ডিগড়ে আয়োজিত অল ইন্ডিয়া ইউনিভার্সিটি জিমন্যাস্টিক প্রতিযোগিতায় সিনিয়র গ্রুপে তৃতীয় স্থান অধিকার করে বিদিশা। ২০২১-এ অমৃতসরে আয়োজিত অল ইন্ডিয়া ইউনিভার্সিটি জিমন্যাস্টিক প্রতিযোগিতায় ও তৃতীয় স্থান অধিকার করে বিদিশা। ২০২২ সালে ইজিপ্ট এ কায়রো শহরে আয়োজিত ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয় এই বিদিশা।এভাবেই ছোটবেলা থেকেই নিজের জেলা রাজ্য, ভিন রাজ্য এবং আন্তর্জাতিক স্তরে ও জিমনাস্টিকে একটার পর একটা সাফল্য পেয়েই এগিয়ে চলতে থাকে জয়নগরের বিদিশা গায়েন।

বর্তমানে বিদিশা পূর্ব রেলে কর্মরত এবং বিএনআর-এর সাউথ ইস্টার্ন রেলওয়ে জিমে পায়েল ভট্টাচার্য ও পার্থ মন্ডলের কাছে প্রশিক্ষণরত।আর এবার তার লক্ষ্য ইন্ডিয়ান উইমেন্স জিমন্যাস্টিক টিম ফর এশিয়ান চ্যাম্পিয়নশিপ ২০২৫ এর ট্রফি ছিনিয়ে আনা।সে কারণেই ইতিমধ্যে বিদিশা রওনা দিয়েছে দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে।

জয়নগরের বিদিশা ছাড়া এই চ্যাম্পিয়নশিপে ভারত থেকে পাঁচজনের একটি দল পৌঁছাচ্ছে দক্ষিণ কোরিয়ায়। এঁদের মধ্যে আছেন মেদিনীপুরের প্রণতি নায়েক, হাওড়ার প্রতিষ্ঠা সামন্ত, কলকাতা তোরা সানি এবং দিল্লির স্নেহা তোরিয়াল। পর্যায়ক্রমে এভাবে জিমন্যাস্টিক এ মেয়ের সাফল্যে খুশি বিদিশার পরিবারের সদস্যরা।আর বিদেশের মাটিতে তাঁর সাফল্য কামনা করছে তাঁর বাবা, মা সহ জয়নগরের মানুষ।

More from খেলাMore posts in খেলা »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *