অনলাইন কোলফিল্ড টাইমস: চিত্তরঞ্জন বাসন্তী ইনস্টিটিউট সুইমিং পুলের শিক্ষার্থী অর্ণব আনন্দ জাতীয় সাঁতার প্রতিযোগিতায় যোগদানের জন্য যোগ্যতা অর্জন করল।
চিত্তরঞ্জন বিআরএস স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র অর্ণব অনূর্ধ্ব একাদশ বিভাগে ইতিমধ্যেই দুরন্ত গতিতে সাঁতার কেটে নজর কেড়েছে। প্রশিক্ষক স্বরূপ দাসের কড়া নজরদারিতে প্রতিদিন চার থেকে পাঁচ ঘন্টা তার প্রশিক্ষণ চলে বাসন্তী ইনস্টিটিউট সুইমিংপুলে। কয়েকদিন আগে রাঁচিতে অনুষ্ঠিত ঝাড়খন্ড রাজ্য স্তরের সাঁতার প্রতিযোগিতায় অর্ণব চারটি স্বর্ণপদক জয় করেছিল।
এবার ভূবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ৬-১১ আগস্ট অনুষ্ঠিত জাতীয় সাঁতার প্রতিযোগিতার ইন্ডিভিজুয়াল মিডলে বিভাগে সে অন্যতম প্রতিযোগী। এছাড়াও ১০০ ও ৫০ মিটার একাধিক ইভেন্টে সে প্রতিদ্বন্দ্বিতা করবে। তার এই সাফল্যে অত্যন্ত আনন্দিত বাবা শিবধনী প্রসাদ। তিনি এইজন্য বাসন্তী ইনস্টিটিউট সুইমিংপুলের প্রশিক্ষকদের আন্তরিক ধন্যবাদ জানান।





Be First to Comment