বার্নপুর সেল আইএসপি বা ইস্কো কারখানার ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্ট বিভাগের উদ্যোগে এমএম কাপ টেবিল টেনিস টুর্নামেন্ট ২০২৫ আয়োজন করা হয়। ইডি (এমএম) অভীক দের নেতৃত্বে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল।
৯ থেকে ১৬ জুন পর্যন্ত এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। যাতে ২৮ জন পুরুষ এবং ৪ জন মহিলা অংশগ্রহণ করে। প্রত্যেকেই কর্মক্ষেত্রের পাশাপাশি ক্রীড়ানুরাগের এক দুর্দান্ত মিশ্রণ প্রদর্শন করেন।
পুরুষ বিভাগের ফাইনালে, সঞ্জয় তিরকি (এজিএম) প্রসন্ন কুমারকে পরাজিত করে শিরোপা জিতেছেন। যেখানে ইডি (এমএম) অভীক দে এবং অভিনব জয়সওয়াল দুর্দান্ত পারফর্মেন্স দেখিয়ে সেমিফাইনালে পৌঁছান।

অন্যদিকে, মহিলা বিভাগে, দীপালি ভার্মা পূর্ণিমাকে হারিয়ে শিরোপা জিতেছেন। যেখানে রোহিণী ইউএস এবং সঙ্গীতা সেমিফাইনালে পৌঁছান।
অভীক দে এবং ইউ.পি. সিংয়ের (ইডি, পিএন্ডএ) উদ্যোগে একটি জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে টুর্নামেন্ট শেষ হয়।
এটি শুধু একটি প্রতিযোগিতা ছিল না। বরং আইএসপি পরিবারের স্বাস্থ্য, সৌহার্দ্য এবং শক্তির উদযাপন ছিল বলে আইএসপি সূত্রে জানানো হয়েছে।



Be First to Comment