প্রবোধ দাস, পুরুলিয়া: ৬৮ তম পশ্চিমবঙ্গ স্কুল গেমসের ক্যারাটে প্রতিযোগিতায় এ বার রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করল পুরুলিয়ার মেয়ে বর্ষা সিং। যুবভারতী ক্রীড়াঙ্গনে গত ২৯ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত যে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।
রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন বিভাগে ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেছিল। একই রকম ভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল পুরুলিয়া জেলার বান্দোয়ান ব্লকের বান্দোয়ান গার্লস হাই স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী বর্ষা সিং।যে প্রতিযোগিতায় বর্ষা আন্ডার ১৪ বছর ও আন্ডার ২৬ কেজি গ্ৰুপে ক্যারাটে প্রতিযোগিতায় রাজ্যে প্রথম হয়।
আর এমন খুশির খবর বর্ষার কাজ পৌঁছাতেই মঙ্গলবার পুরুলিয়া জেলাশাসক কার্যালয়ে পুরুলিয়া জেলা প্রশাসনের আধিকারিকেরা সম্বর্ধনা জানালো বর্ষা সিংকে। সম্বর্ধনা জানালেন পুরুলিয়া জেলা অতিরিক্ত জেলা শাসক সুদীপ পাল ও পুরুলিয়া জেলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক গৌতম চন্দ্র মাল সহ জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকেরা।
প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে বর্ষা সিং জানায়, “খুব ভালো লাগছে প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে। ভাবিনি এত বড় সাফল্য পাব। এই সাফল্য আগামীদিনে আমাকে এগিয়ে যেতে আরও অনুপ্রেরণা জো”।
জেলা প্রশাসনের কাছে সংবর্ধনা পেয়ে বর্ষা এ দিন পুরুলিয়া জেলা প্রশাসনকেও ধন্যবাদ জানায়।
Be First to Comment