উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,বহড়ু : বর্তমান প্রজন্মের মধ্যে খেলাধুলার আগ্রহ কমছে, তার জায়গা নিচ্ছে মোবাইলের আসক্তি। এই প্রবণতার মোকাবিলায় এবং তরুণদের মাঠমুখী করতে বহড়ু স্পোর্টিং ক্লাবের উদ্যোগে শুরু হল বহড়ু স্পোর্টিং ক্রিকেট অ্যাকাডেমি। রবিবার বহড়ু হাই স্কুল মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমেঅ্যাকাডেমির আনুষ্ঠানিক সূচনা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহড়ু ক্ষেত্র গ্রাম পঞ্চায়েতের প্রধান ও ক্লাবের সম্পাদক মতিবুর রহমান লস্কর, ক্লাব সভাপতি মলয় দাস, হাইস্কুল পরিচালন সমিতির সভাপতি ইন্দ্রজিৎ মণ্ডল, উপপ্রধান সঙ্গীতা মণ্ডল, ক্রিকেট সম্পাদক অভিজিৎ ঘোষাল ও বাংলা অনূর্ধ্ব-১৬ ও ১৯ দলের ক্রিকেটার সাগর মুখোপাধ্যায় এবং সৌম্যকান্তি মুখোপাধ্যায়।
আয়োজকদের বক্তব্য অনুযায়ী, প্রতিদিন সকাল ও বিকেলে অ্যাকাডেমিতে নিয়মিত ক্রিকেট প্রশিক্ষণ দেওয়া হবে। যে কেউ এখানে যোগ দিতে পারেন। লক্ষ্য, স্থানীয় তরুণদের মধ্য থেকে ভবিষ্যতের প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা।




Be First to Comment