পদকজয়ীদের সংবর্ধনা। নিজস্ব ছবি
নিজস্ব সংবাদদাতা, বার্নপুর: এখানকার বিইউসি ময়দানে রবিবার আসানসোল স্পোর্টস অফিসিয়াল সদস্যদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হল। এই সম্মেলনে উপস্থিত ছিলেন আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়৷, ক্রীড়া ও সংস্কৃতি দফতরের মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায়-সহ অন্যরা।
আসানসোল স্পোর্টস অ্যাসোসিয়েশনের সভাপতি তুহিন কুমার মুখোপাধ্যায় বলেন, গত বছরে আসানসোলের খেলোয়াড়দের সম্মানিত করা হয়েছে, যাঁরা বিভিন্ন প্রতিযোগিতায় পদক জিতেছেন। অ্যাসোসিয়েশনের ১৫০ জন সদস্যদের মধ্যে যাঁরা বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন তাঁদের সম্মানিত করা হয়েছে। যাঁরা ন্যাশনাল মাস্টার গেমসে বিভিন্ন পদক জয় করেছে তাঁদেরকেও সংবর্ধনা দেওয়া হয়েছে। তার মধ্যে উল্লেখ করার মতো রয়েছেন জলি মিত্র।
আসানসোলের মেয়ে জলি বিভিন্ন প্রতিযোগিতাতে সিলভার গোল্ড ব্রাঞ্চ পদক নিয়ে এসেছেন । ২০২৩ সালে ন্যাশনাল মাস্টার গেমসে ও বেনারসে লং জাম্পে ব্রোঞ্জ পদক পেয়েছেন । কোচবিহারে তিনি ইন্টারন্যাশনাল ইনভিটেশন মাস্টার গেমে দুটি গোল্ড পদক জয় করেছেন হার্ডল ড্রেস এবং হাই জাম্পে। এরপরে গোয়াতে ফেব্রুয়ারি মাসে তিনি জয়লাভ করলেন হ্যাডেল রেস তে ব্রঞ্চ এবং লং জাম্পে তিনি সিলভার পদক পেয়েছেন।
এইভাবে বিভিন্ন কৃতি খেলোয়ারকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
তার সঙ্গে এ দিন প্রাক্তন খেলোয়াড়দেরও সংবর্ধনা দেওয়া হয়েছে। যারা বিভিন্ন জায়গায় নিজেদের সময়ে পদক জয়লাভ করেছিলেন।
এছাড়াও তাঁরা খেলা নিয়ে সেমিনারে আলোচনা করেছেন। তাতে সমস্ত খেলোয়াড়দেরকে একসঙ্গে চলার নির্দেশ দেওয়া হয়েছে এবং খেলার মানটাকে বাড়াতে হবে। সমস্ত খেলোয়াড়কে মাঠমুখী করতে হবে বলে পরামর্শ দেওয়া হয়েছে। প্রত্যেক ধরনের খেলাকে এগিয়ে নিয়ে যেতে হবে বলে জানানো হয়েছে । এ দিন অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুখেন্দু বন্দোপাধ্যায়, বিনয় মিশ্র, কৌশিক সরকার, জিতেন্দ্র কুমার শ্রীবাস্তব।
Be First to Comment