উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : খেলাধূলায় বরাবরই জয়নগর আলাদা একটা নাম রেখেছে।আর এই খেলাধুলায় বয়সে কি এসে যায়। তাই তো ৬০ বছরের তপন বিশ্বাস আবার জয়নগরের নামকে উজ্জ্বল করলেন।
থার্ড ইস্টার্ন ইন্ডিয়া স্ট্রেংথ লিফটিং এন্ড ইনক্লাইন বেঞ্চ প্রেস চ্যাম্পিয়ন শিপ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করলেন জয়নগরের প্রবীণ নাগরিক তপন বিশ্বাস। শিলিগুড়ির ইনডোর স্টেডিয়ামে সম্প্রতি হয়ে গেল থার্ড ইস্টার্ন ইন্ডিয়া স্ট্রেংথ লিফটিং অ্যান্ড ইনক্লাইন বেঞ্চ প্রেস চ্যাম্পিয়ন শিপ প্রতিযোগিতা।এই প্রতিযোগিতায় মাস্টার গ্রুপে পশ্চিমবঙ্গ, সিকিম, বিহার, ওড়িশা সহ মোট আটটি রাজ্যের ১৭ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।
পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার জয়নগর মজিলপুর পুরসভার চার নম্বর ওয়ার্ডের বিশ্বাস পাড়ার ৬০ বছরের প্রবীণ নাগরিক তপন বিশ্বাস ওই প্রতিযোগিতায় অংশ নেন এবং প্রথম স্থান অধিকার করেন।

জয়নগর মজিলপুর পুরসভার চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা ৬০ বছর বয়সী তপন বিশ্বাস স্থানীয় মজিলপুর জে এম ট্রেনিং স্কুলের মিড ডে মিলের রান্নার কাজ করেন। অল্প অর্থ উপার্জনের মধ্য দিয়ে তিনি স্থানীয় ক্লাব এবং পাড়া প্রতিবেশীদের ঐকান্তিক সহযোগিতায় এর আগে ও ভিন রাজ্যে একটার পর একটা প্রতিযোগিতায় অংশ নিয়ে জয়ী হয়ে ফিরেছেন। আগামী দিনে তিনি থাইল্যান্ডে আন্তর্জাতিক প্রতিযোগিতায় ও অংশগ্রহণ করতে চান।তিনি চান সরকারি সাহায্যে। তপন বাবু স্কুলে মিড ডে মিলের রান্নার কাজ এবং সংসারের সমস্ত দায়িত্ব পালন করে স্থানীয় গহেরপুর বিবেকানন্দ ব্যায়ামাগারে ক্রমাগত শরীরচর্চা চালিয়ে চলেছেন। তার এই সাফল্যে খুশি এলাকার মানুষ।



Be First to Comment