জয়ন্ত মণ্ডল
ভোটার শুধু ভোটার নন, তাঁরা সাধারণ মানুষ। আর সাধারণ মানুষ চাইলে ভোটারের পরিচয় সরিয়ে রেখে ক্ষমতাশালী শাসককে রাস্তায় টেনে নামিয়ে আনতে পারে এক ঝটকায়। যেখানে গণতন্ত্র, ভোটে নির্বাচিত সরকার, ইত্যাদির মতো ছেঁদো কথার কোনো দাম নেই। সেটাই দেখালো বাংলাদেশ। দেখল গোটা বিশ্ব।
বেশ কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশ জুড়ে চরম অস্থিরতা। সরকারি চাকরির কোটা পদ্ধতির সংস্কারের জন্য ছাত্রদের বিক্ষোভ হিসেবে যা শুরু হয়েছিল, সেটাই কয়েক দিনের ব্যবধানে রাস্তায় টেনে নামায় সর্বস্তরের মানুষকে। সমালোচনা, বিতর্ক যাই থাকুক না কেন, গণঅভ্যুত্থানে পরিণত হয়েছিল সাধারণ মানুষের সেই বিক্ষোভ। যার জেরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুধু পদত্যাগ করতেই হয়নি, দেশ ছাড়তেও বাধ্য করেছিল। বিস্তৃত ঘটনায় এই সংক্ষিপ্তসারের মর্মার্থ একটাই, শাসক যতই শক্তিশালী হন, ভোটের লড়াইয়ে যত বড় সাফল্যই অর্জন করুন, সম্মিলিত মানুষ চাইলে তাঁকে সিংহাসন থেকে টেনে নামানো শুধু মাত্র সময়ের অপেক্ষা!

বিশ্বের তথাকথিত গণতন্ত্রে বিশ্বাসী দেশগুলির শাসকরা অবশ্য এত সহজে এ কথা মানতে নারাজ। তাঁদের কাছে ভোট মানে গণতন্ত্রের উৎসব। সেই উৎসবে এক বার জয়ী হতে পারলে নির্দিষ্ট মেয়াদের জন্য খানিক নিশ্চিন্ত। মসনদ দখলের পর শাসন-অপশাসনের ফারাক ঘুচলেও ক্ষমতায় থেকে যাওয়ার নিশ্চয়তা। ভোটারের মনে পুঞ্জীভূত হওয়া ক্ষোভ বিক্ষোভের কথা ভেবে দেখার তাগিদ থাকে না তখন। কিন্তু সেই ভোটাররা যখন দেওয়ালে পিঠ ঠেকতে ঠেকতে খাদের কিনারে দাঁড়ান, তখন একটা বাংলাদেশ ঘটে যায়। বহুবিধ কারণকে সামনে তুলে এনে বাংলাদেশের এই ঘটনাকে গণঅভ্যুত্থান মানতে নারাজ শাসক শিবির তাতে সন্তুষ্ট না হলেও মানুষের কিছু যায়-আসে না।
খোলা চোখে দেখা যাচ্ছে, মাসাধিক সময় ধরে চলা বাংলাদেশের ছাত্রদের এই আন্দোলন শুধু কোটা সংস্কার আন্দোলনেই সীমাবদ্ধ ছিল না। এটা হাসিনা ও তাঁর সরকারের বিরুদ্ধে আন্দোলন। যে কারণে সুপ্রিম কোর্ট কোটা নিয়ে আপাতত খুশি করার মতো রায় দিলেও হাসিনার পদত্যাগই মূল এবং একমাত্র দাবিতে রূপ নিয়েছিল। শুধু ছাত্র নয়, দেশের বড় অংশের মানুষকে পথে নামতে বাধ্য করেছিল। নইলে দেড় দশকেরও বেশি সময়ের হাসিনা সরকারের পতন ঘটানো সম্ভব হয় কী করে? ক্যালেন্ডার বলছে, বিক্ষোভের প্রথম পর্যায় ছিল কোটা সংস্কার কেন্দ্রিক। দ্বিতীয়ার্ধে যা ব্যাপক আকার ধারণ করে। হাসিনা এবং তাঁর সরকারের দমন নীতিই প্রথম পর্যায় থেকে আন্দোলনকে দ্বিতীয় পর্যায়ে উত্তরণের পথ সুগম করে দিয়েছে। অর্থাৎ, ছাত্র থেকে সামগ্রিক জনগণকে আন্দোলনে নামিয়ে দেওয়ার বৃত্ত সম্পূর্ণ হয়েছে ধাপে ধাপে। কিন্তু খুব দ্রুত। ব্যক্তি বা গোষ্ঠী কেন্দ্রিক বিক্ষোভের দৃষ্টিভঙ্গি রূপান্তরের সঙ্গে সঙ্গে আন্দোলনের প্রতি সমর্থন বেড়ে যায়। তাতে অগুনতি মানুষ সমবেত হয়। সমাজের বিভিন্ন স্তরের নাগরিকদের অংশগ্রহণ সেটাকেই গণঅভ্যুত্থানের রূপ দেয়। যেটা নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা পেয়ে ভোটে জিতে আসা সরকারের ভাবনার বাইরে থেকে গেছে। সরকারি পুলিশ, গোয়েন্দাদের চোখ এড়িয়ে এটা কী করে হল?
ভোটে জিতে মনে হয়, শাসক অজেয়। এমন কেউ নেই, যে তাঁকে ক্ষমতা থেকে টেনে নামাবে। কিন্তু বাংলাদেশ বা কিছুটা একই শ্রীলঙ্কার ঘটনা দেখিয়ে দিচ্ছে, ভোটের প্রতি আনুগত্যে অভাব দেখা দিতেই পারে। ইতিহাসেও যা নজিরবিহীন নয়। আসলে বিপুল ভোটে বারবার জিতে আসা ‘দাদা-দিদি’রা জনমনে প্রভাব ফেলা অনেক বিষয়কেই ধর্তব্যের মধ্যে আনেন না। পরবর্তীতে যা ক্রমশ একত্রিত হয়ে আগ্নেয়গিরির আকার নেয়। অনুকূল পরিস্থিতিতে শেষমেশ তার বিস্ফোরণ ঘটলে ২০২৪- এর বাংলাদেশ হয়ে যায়!
আরও পড়ুন: এখনই রাশ টানুন মুখ্যমন্ত্রী, বিপর্যয়ের কারণ হতে পারে সিভিক ভলান্টিয়ার




Be First to Comment