বুধবার থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে একাধিক ভারতীয় পণ্যের উপর কার্যকর হল ৫০ শতাংশ আমদানি শুল্ক। আগে ২৫ শতাংশ শুল্ক চালু ছিল, যা দ্বিগুণ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মূল কারণ, নয়াদিল্লির রাশিয়া থেকে তেল কেনা—যা নিয়ে দীর্ঘদিন ধরেই আপত্তি জানিয়ে আসছে ওয়াশিংটন।
ইউক্রেন যুদ্ধ থামাতে রাশিয়ার জ্বালানি রপ্তানি বন্ধ করার মার্কিন প্রচেষ্টার অংশ হিসেবেই ভারতের উপর এই চাপ সৃষ্টি করা হচ্ছে। এর ফলে পোশাক, রত্ন ও গয়না, জুতো, খেলাধুলার সামগ্রী, আসবাব ও রাসায়নিকের মতো পণ্যে মোট শুল্ক বেড়ে দাঁড়াল ৫০ শতাংশে—যা ব্রাজিল ও চীনের সমান স্তরে পৌঁছল।
তবে আপাতত ছাড় পাচ্ছে কিছু গুরুত্বপূর্ণ খাত, যেমন ওষুধশিল্প ও কম্পিউটার চিপস, যেগুলির উপর আলাদা শুল্ক আরোপ হতে পারে ভবিষ্যতে।