সেপ্টেম্বরে ফের আমেরিকা সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাসের শেষের দিকে নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে তাঁর। যদিও ভারত সরকারের তরফে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
সূত্রের খবর, রাষ্ট্রপুঞ্জ বৈঠকের ফাঁকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির সঙ্গে মোদীর দ্বিপাক্ষিক বৈঠকের আলোচনাও হয়েছে। ওই বৈঠকে অংশ নেওয়ার কথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও। ফলে বৈঠকের ফাঁকে ট্রাম্প-মোদী সাক্ষাৎ হবে কি না, তা নিয়ে জল্পনা চলছে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর প্রথম আমেরিকা সফর করেছিলেন মোদী। সেই সময় দুই দেশের মধ্যে বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা হলেও পরবর্তীতে সম্পর্কের টানাপড়েন তৈরি হয়েছে—বিশেষ করে ট্রাম্পের ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্তের পর।
বিশেষজ্ঞদের মতে, সেপ্টেম্বরে যদি মোদী ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেন, তবে আলোচনায় শুল্ক, বাণিজ্যচুক্তি ও দ্বিপাক্ষিক সম্পর্কের সমাধানসূত্র খোঁজা হতে পারে। পাশাপাশি আন্তর্জাতিক প্রেক্ষাপটের বিভিন্ন ইস্যুও আলোচনায় উঠতে পারে।