মার্কিন যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে তেলঙ্গানার যুবক মহম্মদ নিজামুদ্দিনের (২৯)। অভিযোগ, ক্যালিফোর্নিয়ায় রুমমেটের সঙ্গে ঝগড়ার জেরেই তাঁকে গুলি করে হত্যা করে পুলিশ। বর্তমানে তাঁর দেহ ফিরিয়ে আনার আবেদন জানানো হয়েছে বিদেশ মন্ত্রকের কাছে।
নিজামুদ্দিনের বাড়ি তেলঙ্গনার মাহাবুবনগরে। পড়াশোনার জন্য ২০১৬ সালে ফ্লোরিডায় যান তিনি। ফ্লোরিডার একটি কলেজ থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারার একটি সফটওয়্যার প্রতিষ্ঠানে কাজ করছিলেন।
পরিবারের দাবি, গত ৩ সেপ্টেম্বর রুমমেটের সঙ্গে তর্কাতর্কির সময় গুলি চালায় পুলিশ। খবর পান নিজামুদ্দিনের বাবা মহম্মদ হাসনুদ্দিন তাঁর এক বন্ধুর কাছ থেকে। ছেলের দেহ মাহাবুবনগরে ফিরিয়ে আনার আর্জি জানিয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে চিঠি দিয়েছেন তিনি। এ ছাড়া ওয়াশিংটন এবং সান ফ্রান্সিসকোর ভারতীয় কর্তৃপক্ষের কাছেও সাহায্য চেয়েছেন।
মজলিস বাঁচাও তাহরিক (এমবিটি)-এর মুখপাত্র আমজেদ উল্লাহ খানও বিদেশমন্ত্রী এবং তেলঙ্গনার মুখ্যমন্ত্রী এ আর. রেড্ডিকে চিঠি লিখে দেহ ফেরানোর দাবি জানিয়েছেন। সূত্রের খবর, নিজামুদ্দিনকে চারটি গুলি করা হয়েছিল।
অন্যদিকে, সেখানকার পুলিশ প্রধান কোরি মরগান দাবি করেছেন, রুমমেটের সঙ্গে বিবাদের পর ছুরি হাতে ছিলেন নিজামুদ্দিন এবং পুলিশ প্রবেশ করলে আক্রমণের হুমকি দেন। আরও প্রাণহানি রোধ করতেই গুলি চালানো হয়েছিল বলে পুলিশের দাবি।