Home / খবর / বিশ্ব / ট্রাম্পের শুল্ক সংঘাতের মাঝেই আজ ভারতে আসছেন চিনা বিদেশমন্ত্রী ওয়াং ই

ট্রাম্পের শুল্ক সংঘাতের মাঝেই আজ ভারতে আসছেন চিনা বিদেশমন্ত্রী ওয়াং ই

screenshot 20250818 063532~2

আজ, সোমবার দু’দিনের ভারত সফরে চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই। বিকেল সাড়ে চারটায় দিল্লিতে নামার পর সন্ধ্যা ছ’টায় তাঁর দ্বিপাক্ষিক বৈঠক হবে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে।

মঙ্গলবার সকাল ১১টায় তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে সীমান্ত প্রশ্নে বিশেষ প্রতিনিধি পর্যায়ের বৈঠকে বসবেন। এরপর বিকেল ৫টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রীর বাসভবন ৭, লোককল্যাণ মার্গে নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে তাঁর।

ওয়াং ই-র এই সফরে ভারত-চিন সীমান্তে দীর্ঘস্থায়ী শান্তি ও আস্থা গড়ে তুলতে নতুন কিছু পদক্ষেপ নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। সূত্রের খবর, সীমান্তে ফ্রন্টলাইন বাহিনী এখনও পুরোপুরি পিছিয়ে না গেলেও উভয় দেশের প্রায় ৫০ থেকে ৬০ হাজার সেনা বর্তমানে লাদাখের এলএসি বরাবর মোতায়েন রয়েছে।

শেষ কয়েক বছরে গালওয়ান সংঘর্ষের জেরে দুই দেশের সম্পর্ক তীব্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এবার প্রধানমন্ত্রী মোদীর আসন্ন চিন সফর এবং সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO) সম্মেলনের আগে ওয়াং ই-র এই সফরকে সম্পর্ক পুনর্গঠনের অংশ হিসেবে দেখা হচ্ছে।

এছাড়াও সীমান্ত পরিস্থিতি, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিমান পরিষেবা পুনরায় চালুর মতো বিষয়গুলো আলোচনার তালিকায় থাকছে। অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তে ভারতীয় পণ্যের উপর দ্বিগুণ শুল্ক আরোপ এবং রাশিয়া থেকে তেল কেনায় অতিরিক্ত শাস্তিমূলক কর আরোপের প্রেক্ষাপটে ওয়াং ই-র এই সফর বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *