বুবাই শীল, জলপাইগুড়ি: রাতভর প্রবল বৃষ্টির জেরে জল বেড়েছে তিস্তা ও করলা নদীতে। করলা নদীতে কাপড় কাচতে গিয়ে তলিয়ে গেলেন এক যুবক। শুক্রবারের এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে জলপাইগুড়ি শহরের ১ নম্বর ওয়ার্ডে। সন্ধ্যা পর্যন্তও নিখোঁজ ওই যুবককে উদ্ধার করতে পারেননি সিভিল ডিফেন্স কর্মীরা।
আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শহরে রেকর্ড ১২৪.৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এর ফলে শহরের বুক চিরে বয়ে চলা করলা নদীর জলস্তর হু হু করে বাড়ে। এদিন নদীঘাটে কাপড় কাচতে গিয়েছিলেন পেশায় ধোপা কৃষ্ণ রজক। কাপড়-সহ গামলা ভেসে যেতে দেখে তিনি তা ধরতে যান, তখনই জলের প্রবল স্রোতে ভেসে যান তিনি।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সদস্য স্বরূপ মণ্ডল এবং স্থানীয় কাউন্সিলার। নদীতে তল্লাশি চালালেও এখনও নিখোঁজ যুবকের খোঁজ মেলেনি।
এই ঘটনায় রায়কতপাড়া-সহ লাগোয়া এলাকায় নেমে এসেছে গভীর শোক।