জলপাইগুড়ি শহর সংলগ্ন শিরীষতলা এলাকায় জমি দখল বিরোধিতার জেরে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন এক যুবক। শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটে। গুরুতর জখম অবস্থায় অনিরুদ্ধ দাস নামে ওই যুবককে স্থানীয়রা উদ্ধার করে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন।
পরিবারের পক্ষ থেকে কোতয়ালি থানায় পাঁচ দুষ্কৃতীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পরই তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বেশ কিছুদিন ধরে ওই এলাকায় জমি মাফিয়াদের দৌরাত্ম্য ক্রমশ বেড়ে চলেছে। প্রশাসন ও পুলিশের প্রতি দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন তাঁরা।