Home / খবর / জেলায় জেলায় / বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, নরেন্দ্রপুরে গ্রেফতার যুবক

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, নরেন্দ্রপুরে গ্রেফতার যুবক

screenshot 20250821 182648~2

বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে গ্রেফতার হলেন এক যুবক। ঘটনাটি নরেন্দ্রপুরের। ধৃতের নাম সুব্রত মন্ডল। পুলিশ সূত্রে খবর, পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে তাঁকে গ্রেফতার করে নরেন্দ্রপুর থানার পুলিশ।

অভিযোগ, গড়িয়ার বাসিন্দা নির্যাতিতা যুবতীর সঙ্গে কর্মসূত্রে আলাপ হয় সুব্রতের। ধীরে ধীরে সম্পর্ক তৈরি হয় তাঁদের মধ্যে। সেই সম্পর্কের আড়ালে বারবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন অভিযুক্ত, দাবি পুলিশের। অভিযোগ অনুযায়ী, শুরু থেকেই তিনি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আসছিলেন। কিন্তু সম্প্রতি জানা যায়, অন্যত্র বিয়ের কথাবার্তা চলছে তাঁর। তখনই বিয়ে করতে অস্বীকার করেন সুব্রত।

এরপর নির্যাতিতা নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্তে নেমে সুব্রতকে গ্রেফতার করে। তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। নির্যাতিতার শারীরিক পরীক্ষার পাশাপাশি আদালতের নির্দেশে গোপন জবানবন্দীর আবেদনও করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ধৃতকে রিমান্ডে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করা হবে। তাঁর অন্যত্র বিয়ের কথাবার্তার সূত্র ধরেই তদন্ত এগোচ্ছে। আপাতত বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা ও ধর্ষণের মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে ঘটনা।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *